যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী লিজ ট্রাস ??

আর মাত্র কয়েক ঘন্টার পরই জানা যাবে কে হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। আর এ নিয়ে সাধারন মানুষের পাশাপাশি উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে টরি পার্টির নেতাকর্মীদের মধ্যেও। তবে টেন ডাউনিং স্ট্রীটে বরিস জনসনের স্থলাভিষিক্ত, যে লিজ ট্রাসই হচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। এছাড়াও আজ বিবিসি কে দেয়া রিশি সুনাকের সাক্ষাতকারে এমনটাই অনুমান করা গেল।

বিবিসি কে ঋষি সুনাক ইঙ্গিত দিয়েছেন, তিনি বিশ্বাস করেন তিনি টোরি নেতৃত্বের প্রতিযোগিতায় হারতে যাচ্ছেন, বিবিসিকে আরও বলেন তিনি, তার কাজ "এখন শুধুমাত্র টরি সরকারকে সমর্থন করা"। এছাড়াও আগামী কাল সোমবারের ঘোষিত ফলাফলে যদি তিনি প্রধানমন্ত্রী না হন তবে তিনি এমপি হিসাবে থাকবেন। তবে, তিনি আবারও কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার কথা উড়িয়ে দেননি।
উল্লেখ্য বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনকে নেতা হিসাবে প্রতিস্থাপন করার প্রতিযোগিতার বিজয়ীর নাম আগামী কাল সোমবার ঘোষণা করা হবে। পরের দিন মঙ্ঘলবার মিস্টার জনসন রানীর কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন এবং মিস্টার সুনাক বা লিজ ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে থাকা লিজ ট্রাস মঙ্গলবার প্রধানমন্ত্রী হলে এক সপ্তাহের মধ্যে ক্রমবর্ধমান জ্বালানি খরচ মোকাবেলা করার পরিকল্পনা ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সম্ভাব্য পরবর্তী টরি নেতা ও জরিপে এগিয়ে থাকা এ প্রতিদ্বন্ধি বিবিসি কে জানান, বিলগুলিকে সহায়তা করার জন্য "অবিলম্বে কাজ করবেন তিনি।

তবে তিনি কোনও বিশদ বিবরণ না দিলেও বলেছেন, সঠিক প্রস্তাবগুলি চূড়ান্ত করার জন্য প্রথমে অফিসে তার কিছু দিন সময় লাগবে। অপরদিকে তার প্রতিদ্বন্ধী ঋষি সুনাক বলেছেন, তিনি দরিদ্রতমদের আরও অর্থ সহায়তা প্রদানের বিষয়টি লক্ষ্য রাখবেন।
এদিকে দুই প্রতিযোগীর মধ্যে একজনকে সোমবার পরবর্তী টোরি নেতা হিসেবে ঘোষণা করা হবে এবং পরের দিন ডাউনিং স্ট্রিটে বরিস জনসনকে প্রতিস্থাপন করবেন। তবে দুজনের মধ্যে যিনিই প্রধানমন্ত্রী হোন না কেন কীভাবে তারা ক্রমবর্ধমান বিলের সাথে পরিবারগুলিকে রক্ষা করবে, সেইসাথে ব্যবসাগুলিকে সাহায্য করবে সেটিই এখন দেখার বিষয়।