লন্ডনে অনুষ্টিত হয়ে গেল লন্ডন ম্যারাথন ২০২২

উৎসব মূখর পরিবেশে আজ লন্ডনে অনুস্টিত হয়ে গেল লন্ডন ম্যারাথন ২০২২। এ বছরের ম্যারাথনে হাজার হাজার লোক অংশ গ্রহন করেন। জাতি,ধমর্,বর্ণ নির্বিশেষে এবারের ম্যারাথনে সকলের অংশ গ্রহন ছিল চোখে পড়ার মত।
হাজারো দৌড়বিদ রাজধানী লন্ডনের রাস্তা দিয়ে ২৬.২ মাইল পথ পাড়ি দিয়েছে। এবারের প্রতিযোগীতায় সকলকে পেছনে ফেলে কেনিয়ার আমোস কিপ্রুতো পুরুষদের দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন।

ফিনিশ লাইন অতিক্রম করতে আমোস সময় নিয়েছেণ ২ ঘন্টা ৪ মিনিট ৩৯ সেকেন্ড। এছাড়াও মহিলাদের দৌড়ে জয়ী হয়েছেন ইথিওপিয়ান ইয়ালেম জাফ ইয়েহুয়ালা। নির্ধারিত লক্ষের ছয় মাইল আগে এই ২৩ বছর বয়সী নারী স্পীড বাম্পে হোঁচট খেয়ে পড়ে গেলেও, আবার উঠে দাড়িয়ে দৌড় শুরু করে ২ ঘন্টা ১৭ মিনিট ২৫ সেকেন্ডে লক্ষে পৌছান।

যা এই ইভেন্টের তৃতীয় দ্রুততম সময়। এদিকে কেনিয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জয়সিলিন জেপ কোসগি কে এবার দ্বিতীয় অবস্থানে থাকতে হয়েছে। অন্যদিকে পুরুষদের হুইলচেয়ার শিরোপা ঘরে তুলেছেন সুইজারল্যান্ডের মার্সেল হাগ এবং নারীদের রেসে জিতেছেন সুইজারল্যান্ডের ক্যাথরিন ডেব্রুনার।
উল্লেখ্য উত্তেজনাপূর্ণ এ ম্যারাথনে বিভিন্ন সেলিব্রেটি সহ অনেক চ্যারিটি সংস্থা অংশ নিয়েছিল।