বেতন ও শর্ত নিয়ে ইংল্যান্ড এবং ওয়েলসের ব্যারিস্টারদের ধর্মঘটের অবসান

যুক্তরাজ্য সরকার একটি নতুন বেতন চুক্তি প্রস্তাব করার পরে আজ ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিমিনাল ব্যারিস্টাররা তাদের দীর্ঘদিনের ধর্মঘট অবসানের পক্ষে ভোট দিয়েছেন। ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন (সিবিএ) জানিয়েছে, মোট ব্যালটের ৫৭% ব্যারিস্টাররা ১৫% বেতন বৃদ্ধিকে মেনে নিতে ভোট দিয়েছেন।
আর এই সিদ্ধান্তের অর্থ হল মঙ্গলবার থেকে ক্রাউন কোর্টে স্বাভাবিক মামলার শুনানি শুরু হবে। এদিকে ব্যরিস্টারদের ধর্মঘটের ফলে শত শত মামলার ট্রায়াল বিলম্বিত হয়েছে। কত দ্রুত ব্যাকলগ গুলো কমানো যাবে তা এখনোও স্পষ্ট নয়।
এদিকে যুক্তরাজ্যের জাস্টিস সেক্রেটারি ব্রান্ডন লুইস আইনি সহায়তা কাজের জন্য আরও সংস্কারের প্রস্তাব দেবার ধর্মঘটটি সমাপ্তি হলো। সরকারের পক্ষ থেকে আরও ৫৪ মিলিয়ন পাউন্ড দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।
সিবিএ বলছে, ফৌজদারি বিচার ব্যবস্থা "দীর্ঘ সময় ধরে আনফান্ডেড রয়ে গেছে । তবে সরকারের ঘোষণা টির পর ব্যরিস্টাররা সেটি সম্মান জানিয়ে আগামীকাল থেকে কাজে ফিরবে। এছাড়াও ব্যারিস্টাররা সোমবার সন্ধ্যা থেকে নতুন মামলা গ্রহণ করতে পারবেন এবং মঙ্গলবার আদালতে ফিরবেন।
উল্লেখ্য বেতন ও শর্ত নিয়ে দীর্ঘদিন ধরে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টাররা ধর্মঘট করে আসছিলেন,আজ অবশেষে তার অবসান হলো।