ট্যাক্স এবং ব্যয়ের বিষয়ে কঠিন সিদ্ধান্ত প্রয়োজন হবে জানালেন জেরিমি হান্ট

যুক্তরাজ্যের নতুন চ্যান্সেলর বলেছেন, ট্যাক্স এবং ব্যয়ের বিষয়ে কঠিন সিদ্ধান্ত প্রয়োজন হবে। সংবাদ মাধ্যম বিবিসি কে দেয়া এক সাক্ষাতকারে নতুন দায়িত্ব প্রাপ্ত চ্যান্সেলর জেরেমি হান্ট বলেছেন কিছু কর বাড়বে, অন্যদিকে সরকারি খরচ কমতে পারে।
নতুন ভূমিকায় ২৪ ঘন্টারও কম সময়ে, মিস্টার হান্ট তার পূর্বসূরী এবং মিস ট্রাসের অর্থনৈতিক নীতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রী লিজ ট্রাস দলের মধ্যে থেকে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী হিসাবে চলতে পারবেন কিনা তা নিয়ে এমপিদের মধ্যে গুরুতর আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী চ্যান্সেলর কোয়াসি কোয়ারটেংকে বরখাস্ত করার পর আরেকটি মিনি-বাজেট ইউ-টার্ন ঘোষণা করেন। যেখানে উচ্চ উপার্জনকারীদের জন্য ৪৫পি করের হার কমানোর পরিকল্পনা এবং কর্পোরেশন ট্যাক্স উভয়ই এখন বাতিল করা হয়েছে।
জেরিমি হান্ট ইঙ্গিত দিয়েছেন তিনি সেপ্টেম্বরের মিনি-বাজেটে আরও পরিবর্তন বাস্তবায়নের পরিকল্পনা করছেন। এই পরিবর্তনগুলির মধ্যে কিছু করের বৃদ্ধি, সেই সাথে জনসাধারণের ব্যয়ের সম্ভাব্য কাট অন্তর্ভুক্ত রয়েছে।
যদিও এ বিষয়ে বিস্থারিত বিবরন তিনি অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য টরি পার্টি গত চার মাসে চার জন চ্যান্সেলর পরিবর্তন করেছে। যা চারিদিকে ব্যপকভাবে সমালোচিত হচ্ছে।