হিথ্রো বিমানবন্দরের কাছে ডিটেনসন সেন্টারে বিশৃঙখল পরিস্থিতি

শুক্রবার রাতে পশ্চিম লন্ডনের একটি অভিবাসন অপসারণ কেন্দ্রে একদল লোক বিদ্যুৎ বিভ্রাটের পরে "বিশৃঙখল পরিস্থিতি সৃষ্টি করেছিল বলে জানিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস। হিথ্রো বিমানবন্দরের কাছে হারমন্ডসওয়ার্থ ডিটেনসন সেন্টারে এ ঘটনায় কেউ আহত হয়নি, তবে শনিবার সকাল ৯ টার আগেও বিদ্যুৎ বন্ধ ছিল বলে বিভাগটি নিশ্চিত করেছে।
এক রিপোর্টে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের কারনে একদল বন্দী তাদের কক্ষ ত্যাগ করে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কোর্টইয়ার্ড এরিয়াতে চলে যায়। এদিকে এমন ঘটনায় সে এলাকায় পুলিশ, ফায়ার সার্ভিস ও এইচএম প্রিজন সার্ভিস ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
হোম অফিসের একজন মুখপাত্র জানান, "হারমন্ডসওয়ার্থ অভিবাসন অপসারণ কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং এ সমস্যাটি সমাধানের জন্য বর্তমানে কাজ চলছে। তিনি আরও জানান, "হারমন্ডসওয়ার্থে আটক কর্মী এবং ব্যক্তিদের কল্যাণ এবং নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার।
এদিকে সাইটটি পরিচালনাকারী মিটিই একটি বিবৃতিতে বলেছে,স্থানীয় এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় ডিটেসন সেন্টারটিতেও বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল। তাই দ্রুুত সমস্যাটি সমাধানের জন্য তারা হোম অফিসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানী মিটিই।