মিশরে ২৭তম জলবায়ু সম্মেলনে বক্তব্য রেখেছেন বিশ্বনেতারা

মিশরের শারম-আল-শেখ এ বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘের উদ্যোগে ২৭তম জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে বক্তব্য রেখে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, "আমরা আমাদের জীবনের লড়াইয়ে আছি"। তিনি বলেন, "আমরা হেরে যাচ্ছি। গ্রীনহাউস গ্যাস নিঃসরণ ক্রমাগতভাব্ েবাড়ছে।
"বিশ্বব্যাপী তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের গ্রহ দ্রুত টিপিং পয়েন্টের দিকে আসছে যা জলবায়ু বিশৃঙ্খলাকে অপরিবর্তনীয় করে তুলবে। তিনি আরও বলেন,"আমরা এক্সিলারেটরে আমাদের পা রেখে নরকের জলবায়ুর একটি হাইওয়েতে আছি।"
এদিকে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের ব্যবস্থা নেওয়ার ‘ঐতিহাসিক মুহূর্ত’ ঘোষণার মধ্য দিয়ে রোববার শুরু হওয়া এ সম্মেলনের চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে ক্ষয়ক্ষতির তহবিলসহ জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও দু’সপ্তাহ ধরে ওয়ার্কশপ, প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনার মতো আরও নানা অনুষ্ঠান হবে।
এবারের সম্মেলনে বিশ্ব নেতাদের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিশি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির ওলাফ শলৎস, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
এদিকে মিশর অনুষ্টিত কপ ২৭ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন দেশগুলো জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে "দুর্বল এবং নড়বড়ে" হতে পারে না। শারম আল-শেখ-এ বক্তৃতায় প্রাক্তন এ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, তিনি আনন্দিত যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন এবং তিনি "একদম সঠিক পথে" আছেন।
রিশি সুনাক কপ ২৭ যোগ না দেবার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মিশরের সম্মেলনে যোগদেন, শুধু তাই নয় নবায়নযোগ্য শক্তিতে দ্রুত পরিবর্তনের আহ্বান জানান তিনি।বিশ্ব নেতারা জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে দুই সপ্তাহের আলোচনার জন্য রেড সি রিসোর্টে জড়ো হয়েছেন। নিউইয়র্ক টাইমসের একটি ইভেন্টে বক্তৃতায় জনসন সতর্ক করে বলেন, "পুতিনের এনার্জি ব্ল্যাকমেইলের কাছে নত স্বীকার করার মুহূর্ত এটি নয়।
এছারাও ইউক্রেনে যা ঘটছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন উল্লেখ করে জনসন বলেন,এটি জলবায়ুর উপর অনেক খারাপ প্রভাব পড়ছে। শুধু তাই নয়, এ সবকিছু মানুষকে উদ্বিগ্ন করে তুলছে যে,আমরা সত্যিই কার্বন নি:সরন কমিয়ে আনতে পারি কি না। তবে মিস্টার জনসন যোগ করেছেন যে, সম্প্রতি রিশি সুনাক জলবায়ু পরির্বতন নিয়ে অসামান্য বক্তৃতা দিয়েছেন। তিনি একেবারে সঠিক লাইনে আছেন বলেও উল্লেখ করেন তিনি।