অবৈধ অভিবাসী ঠেকাতে ফরাসি প্রেসিডেন্টের সাথে আলোচনায় রিশি সুনাক

মিশরে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বারের মত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এর সাথে সাক্ষাত করেছেণ রিশি সুনাক। অবৈধ অভিবাসী ঠেকাতে ফরাসী প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসেন মিস্টার সুনাক।
আলাপ-আলোচনার পর প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেন, ছোট নৌকায় চ্যানেল পার হওয়া মানুষের সংখ্যা মোকাবেলা করার জন্য এখনই কোন সহজ সমাধান" নেই। তবে অবৈধ অভিবাসন নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
আগামী সপ্তাহগুলিতে আরও বিশদ বিবরণ দেওয়া হবে বলে জানান তিনি। মিসরে কপ ২৭ জলবায়ু সম্মেলনের ফাঁকে ইমানুয়েল ম্যাক্রনের সাথে বৈঠকটি অনুস্টিত হয়। অবৈধ অভিবাসী ঠেকাতে মিস্টার সুনাক বলেন, তিনি অন্যান্য ইউরোপীয় নেতাদের সাথেও কথা বলেছেন,
তিনি আত্মবিশ্বাসী ও আশাবাদী যে, তারা এ বিষয়ে একটি পার্থক্য আনতে পারবে। সংবাদ মাধ্যম কে সুনাক বলেন, এটি একটি "জটিল সমস্যা এবং এটির সহজ সমাধান এখনই নেই। এছারাও লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, চ্যানেল জুড়ে মানব-পাচার বন্ধ করতে যুক্তরাজ্যকে ফ্রান্সের সাথে একই ¯্রােতে কাজ করতে হবে।