অবৈধ অভিবাসী ঠেকাতে ফ্রান্সের সাথে চুক্তির স্বাক্ষর যুক্তরাজ্যের

ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ী দিয়ে অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে আসা বন্ধ করতে একটি সংশোধিত চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য।এ চুক্তির অধীনে ফ্রান্সকে বছরে ৮ মিলিয়ন পাউন্ড বেশি দেবে যুক্তরাজ্যে যাতে করে এ রাস্তাটি বন্ধ হতে পারে।
মূলত ফরাসি কতৃপক্ষ যাতে সমুদ্র সীমায় তাদের নজরদারির বৃদ্ধি করে সেজন্য এ অর্থ প্রদান করা হবে, অন্যদিকে যুক্তরাজ্য পুলিশ অফিসাররাও ফ্রান্সের মধ্যে টহল পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। ফরাসি অফিসাররা উপকূলে টহল দিচ্ছেন যাতে লোকেদের যাত্রা বন্ধ করার চেষ্টা করা হয়। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি "আত্মবিশ্বাসী যে ক্রসিংগুলি নামিয়ে আনা যাবে।
এছাড়াও তিনি সতর্ক করে বলেছেন,এমন কোনও "একক জিনিস" নেই যা পরিস্থিতিকে"স্থির" করতে পারে। সামনের মাসগুলিতে ফ্রান্সের সাথে "আরও বৃহত্তর সহযোগিতার" প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ বিষয়ে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার এই চুক্তিটিকে "সঠিক দিকের একটি ছোট পদক্ষেপ" বলে অভিহিত করেছেন। অবৈধ অভিবাসী আসা বন্ধ করতে আরও কিছু করা দরকার বলে জানান তিনি।
সরকার চ্যানেল জুড়ে যাত্রা কমাতে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে,যা এই বছর রেকর্ড মাত্রায় বেড়েছে। সরকারী পরিসংখ্যান অনুসারে, এই বছর এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী নৌকা পাড়ি দিয়েছে, যার মধ্যে ১,৮০০ জন শুধুমাত্র এই উইকেন্ডে এসেছেন।
প্যারিসে স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান স্বাক্ষরিত নতুন চুক্তির অধীনে, যুক্তরাজ্য এই বছর ফ্রান্সকে ৬৩ মিলিয়ন পাউন্ড প্রদান করবে, যা গত বছর ছিল ৫৫ মিলিয়ন পাউন্ড।