শীতে লন্ডনে গৃহহীনদের জরুরী আবাসনের ব্যবস্থা করছে সরকার

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় লন্ডনে হোমলেস-দের জন্য জরুরী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। লন্ডন মেট অফিসের তীব্র আবহাওয়া সতর্কতা ঘোষণার পর থেকে লন্ডন সিটি জুড়ে হোমলেস-দের জন্য আবাসনের ব্যবস্থা করেছে সরকার। যেসব হোমলেস-দের আবাসনের আওতায় আনা হবে তাদেরকে সাপোর্ট প্ল্যানের অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আবাসন ছেড়ে যেতে বলা হবে না।
সর্বশেষ পরিসংখ্যান বলছে, লন্ডনে হোমলেস-দের সংখ্যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুন ও সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনের রাস্তায় ঘুমিয়েছেন ৩ হাজার ৬শ'র বেশি মানুষ। লন্ডনের কিছু এলাকায় তাপমাত্রা চলতি সপ্তাহে মাইনাস চার ডিগ্রির নিচে নেমে যাবে। মেট অফিস ঠান্ডা বাড়ার বিষয়ে সতর্কতা জারি করেছে, যা বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হয়ে সোমবার সকাল পর্যন্ত চলবে। এই সময় হোমলেস মানুষ ঠান্ডায় মারাত্মক কষ্ট পাবে।
এই কষ্ট থেকে বাঁচাতে লন্ডন মেয়র সাদিক খান "ইন ফর গুড" স্কিম ঘোষণা করেছেন। এই স্কিমের আওতায় হোমলেস-দের জন্য জরুরি আবাসনের ব্যবস্থা করা হবে ।
এক টুইট বার্তায় তিনি মোবাইল ফোনে স্ট্রিট লিংক অ্যাপ ডাউনলোড করতে সবাইকে উৎসাহিত করেছেন যার মাধ্যমে স্থানীয় সেবা দান কেন্দ্র গুলো বুঝতে পারে যে কারো সাহায্যের প্রয়োজন।
মেয়র সাদিক খান বলেছেন, অনেক মানুষ পর্যাপ্ত নিরাপদ আবাসন ছাড়া লন্ডন শহরের রাস্তায় হিম শীতল ঠান্ডায় ঘুমাচ্ছেন। ঠান্ডা স্বাভাবিক মাত্রায় চলে আসলেও এই স্কিম তাদের রাস্তায় ঘুমানো বন্ধ করবে। শীতের প্রকোপ থেকে বাঁচাতে হোমলেস-দের জরুরী আবাসনের ব্যবস্থা করার পর তাদের জন্য স্থায়ী সাপোর্ট প্ল্যানের ব্যবস্থা করা হবে যাতে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও তাদেরকে রাস্তায় ঘুমাতে না হয়।
মেয়র সাদিক খানের এই স্কিমের ভুয়সী প্রশংসা করে কমিউনিটির এই বাসিন্দা বলেন।।
গত শীতের পর এই প্রথমবারের মতো গুরুতর আবহাওয়া জরুরী প্রোটোকল ঘোষণা করা হয়েছে। ইউকে হেলথ অ্যান্ড সিকিউরিটি এজেন্সি বুধবার সন্ধ্যা থেকে ঠাণ্ডা আবহাওয়ার সতর্কতা জারি করেছে এবং মানুষকে তাদের ঘর কমপক্ষে ১৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ করার পরামর্শ দিয়েছে