বার্মিংহামের এনইসি স্প্রিং ফেয়ারে অংশ নিল উই এর নারী উদ্যেক্তারা

বাংলদেশের নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নে এবং তাদের ব্যবসাকে বিশ্বময় পরিচিত করতে কাজ করে যাচ্ছে Women and e-Commerce . বর্তমানে WE এর সাথে সম্পৃক্ত আছে ছোট-বড় প্রায় ১৩ লাখ নারী উদ্যোক্তা। তাদের দ্বারা পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রচারের লক্ষে "We ট্রেড মিশন টু ইউকে" গঠন করা হয়। মিশনে অংশ নিয়ে এই প্রথমবারের মতো ৩০ জন নারী উদ্দোগতা যুক্তরাজ্য সফরে রয়েছেন।
এ প্রকল্পটির অর্গানাইজার হিসেবে কাজ করছেন Silkoak Global Ltd এবং এটিকে সমর্থন দিয়েছেন Department of International Trade, UK Government. এই মিশনের প্রাথমিক উদ্দেশ্য হল অংশগ্রহণকারীদেরকে ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির সুযোগ প্রদান করা এবং বিদেশী বাজারে তাদের ব্যবসা বৃদ্ধির লক্ষে নিজস্ব ব্র্যান্ড এর প্রচারে সহায়তা করা।

এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য সফরত এই নারী উদ্দোক্তারা গত ৫ ফেব্রুয়ারী, রবিবার যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্টিত স্প্রিং ফেয়ারে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। লন্ডন থেকে তাদের সাথে যোগ দেন প্রকল্পটির মিডিয়া পার্টনার দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন এবং এনটিভির ডিরেক্টর মোস্তফা সারুয়ার।

বার্মিংহামের এনইসিতে আয়োজিত এই স্প্রিং ফেয়ারে বিশ্বের বিভিন্ন দেশের বিজনেস এন্টারপ্রেনাররা অংশ নেন, এই ফেয়ারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা গর্বের এবং এর মাদ্ধমে বহির্বিশ্বে বাংলাদেশের পণ্যের আরোও প্রচার হবে বলে এনটিভিকে জানান উইমেন অ্যান্ড ই-কমার্স (WE) এর ফাউন্ডার নাসিমা আক্তার নিশা ও সিলকোক গ্লোবাল লিমিটেড এর প্রেসিডেন্ট মিস্টার সৌম্য বসু।

যুক্তরাজ্যে সহ বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারে নিজেদের পণ্যের বিস্তার করতে পেরে আনন্দিত মিশনে অংশ নেওয়া নারী উদ্যোক্তারা। তাদেরকে এই সুযোগ তৈরী করে দেয়ার জন্য এই মিশনের আয়োজকদের তারা দন্যবাদ জানান। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমর্থিত নারী উদ্দ্যোক্তাদেরএই বিশেষ প্রতিনিধি দল ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডন এবং বার্মিংহামে বিভিন্ন ফেয়ার, বিজনেস মিটিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কার্যক্রমে অংশ নেবেন।

এর মাধ্যমে তারা আরোও স্কিল্ড এবং আন্তর্জাতিক বাজারের নানান বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বলে জানান। স্প্রিং ফেয়ারের আয়োজকরা বাংলাদেশের অংশগ্রহণে রোমাঞ্চিত, তারা এই প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং ফেয়ারের নানান বিষয়ে তাদের অবিহিত করেন।