উই এর নারী উদ্যেক্তাদের নিয়ে সেমিনার আয়োজন করেছে এপিআর

একাডেমী ,পলিসি এন্ড রিসার্চ একটি গবেষণা প্রতিষ্ঠান এবং একটি think-tank. এই Academy নারী ক্ষমতায়ন, নারী শিল্পোদ্যোগ, শিক্ষা সংস্কার, বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল অর্থনীতি, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার, দারিদ্র্য এবং সামাজিক গতিশীলতা, জনসেবা ইত্যাদির ব্যাপারে গবেষণা করে থাকে ।
এরই ধারাবাহিকতায় অ্যাক্যাডেমি অফ পলিসি এন্ড রিসার্চ একটি সেমিনার আয়োজন করেছিল যার বিষয়বস্তু ছিল ওমেন ইন্টারপ্রেনার্স এন্ড গ্লোবাল ডেভেলপমেন্ট ইন দি পোস্ট - কভিড এরা চেলেনজেস এন্ড অপর্চুটিনিজ । সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে গ্লোবাল ব্যাংকিং স্কুল, কেন্টারবারি ক্রিস্ট চার্চ ইউনিভার্সিটি, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারস বাংলাদেশ।
মিডিয়া পার্টনার ছিল দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইওরোপ. এই সেমিনারে সমাগম ঘটে বাংলাদেশ থেকে আগত স্বনামধন্য নারী উদ্যোক্তাদের ।যার নেতৃত্বে ছিল বাংলাদেশি সংগঠন উইমেন এন্ড ই কমার্স l সেমিনারটিতে সভাপতিত্ব করেন ডক্টর দাবাব্রত চৌধুরী এবং সেমিনার কনভেনর ছিলেন আশরাফুল খান । সেমিনারে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সিলকোক এর সিইও সৌম্যা বাসু এবং এন টিভি ইউরোপের সম্মানিত সি ই ও সাবরিনা হোসাইন।

গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করেন লিও ফালকন, গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, গ্লোবাল এডুকেশন হোল্ডিংস লিমিটেড, উইমেন এন্ড ইকমাস প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ফরমের ডাইরেক্টর জেনারেল অফ ব্রিটিশ- বাংলাদেশ চ্যাম্বার অফ কমার্স মোহাম্মেদ আজিজ উর রহমান, ইউকেবিসিসি ডাইরেক্টর অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স রহিমা মিয়াঃ, এবং কাউন্টি কাউন্সিলর ইমরান চৌধুরী।

সেমিনার শেষে ওই এর সকল উকদক্ত্যাদের সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সেমিনার থেকে লব্ধ জ্ঞান নারীর শিল্পোদ্যোগ, নারী ক্ষমতায়ন, শিক্ষা সংস্কার, জলবায়ু পরিবর্তন, সামাজিক দায়বদ্ধতা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে ,এটাই উপস্থিত সকলের প্রত্যাশা।