লন্ডনে বিফোর বাংলাদেশ মেলায় উই এর নারী উদ্যেক্তাদের দেশীয় পণ্যর সমাহার

উই এর বাংলাদেশী নারী উদ্যেক্তারা যুক্তরাজ্যে আসার পর বামিংহাম এবং লন্ডনে বিভিন্ন সেমিনার,সভা এবং ফেয়ারে অংশ নিয়েছেন। কথা বলেছেন তাদের উদ্যেক্তা হয়ে উঠার বিভিন্ন বিষয় নিয়ে। শুধু তাই নয়, গত ১১ ই ফেব্রুয়ারি শনিবার এই নারী উদ্যেক্তারা লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে উপস্থিত হয়েছিলেন তাদের নিজেদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে।

সিল্কউক ও এনটিভি ইউরোপ আয়োজিত হস্ত শিল্প প্রদর্শনী বাংলাদেশ কালচার এন্ড হেরিটেজ বিফোর বাংলাদেশ নামক এ মেলায় উপস্থিত হয়েছিলেন কমিউনিটির বিশিষ্ট জনেরা। বাংলাদেশের নারীদের তৈরি দেশীয় পণ্য লন্ডনে পেয়ে আনন্দ ফুটে উঠে তাদের চোখে মুখে।

পুরো এ আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। মেলায় এসে বাংলাদেশী নারী উদ্যেক্তাদের উৎসাহ যোগানোয় এনটিভি ইউরোপের সম্মানিত সিইও সাবরিনা হোসাইন আগত সকলকে বিশেষ ধণ্যবাদ জানান। বলেন, ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি বোনদের যা ভালোবাসা দেখিয়েছে তা অভাবনীয়।

এদিকে মেলায় মুনিপুড়ী শাড়ী,জামাদান,মসলিন শাড়ী,পাঞ্জাবী,গহনা,আঁচার,কাঠের তৈরি তালা বাসন,বিলুপ্ত হয়ে যাওয়া রিক্স পেইন্টের চশমা,হ্যারিকেন, সহ অনেক কিছ ছিল এ মেলায়।

অনুষ্টানে উদ্যোক্তাদের বিনিয়োগ ও বিভিন্ন বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, এনটিভি ইউরোপের সম্মানিত সি ই ও সাবরিনা হোসাইন, সাবেক স্পিকার আহ্বান হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধূরী, বিবিসিসি আই এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রানু, ইউকেবিসিসিআই এর ফাউন্ডিং প্রেসিডেন্ট বজলুর রশিদ এম বি ই, বি সি এ এর সাবেক সভাপতি পাশা খন্দকার, ইউকেবিসিসি আই এর ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকুদ্দুসদুস,কাউন্সিলর মনসুর আলী, ইউকেবিসি আই এর লন্ডন রিজিওন প্রেসিডেন্ট অলি খান এম বি ই, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তায়সির মাহমুদ, সিল্কউক গ্লোবাল লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বাসু, সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানটির পৃস্টপোষকতায় ছিল ইউকে বাংলা মার্কেট প্লেøস । এনটিভি ইউরোপের সিইও এবং ইউকে বাংলা মার্কেট প্লেøস এর ফাউন্ডার, মিডিয়া ব্যাক্তিত্ব আকরাম হুসাইন সহ সকল আগতদের উপস্থিতিতে ইউ কে বাংলা মার্কেট প্লেস এর শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মেয়ের আফরোজ চুমকি।

এদিকে মেলায় আগতরা সকলে ্রপ্রতিটি পণ্যের ভূয়সি প্রশংসা করেন।