সফলভাবে সমপন্ন হয়েছে এনটিভি ইউরোপ প্রতিনিধি সম্মেলন ২০২৩

সফলভাবে সমপন্ন হয়েছে এনটিভি ইউরোপ প্রতিনিধি সম্মেলন ২০২৩। ৬ মার্চ,সোমবার আয়োজিত প্রতিনিধি সম্মেলনে যুক্তরাজ্যর বিভিন্ন শহরের প্রতিনিধিগন এনটিভি ইউরোপের প্রধান কার্যালয়ে এসে উপস্থিত হন। প্রতিনিধিগন ছাড়াও এনটিভির সংবাদ ও অনুষ্টান উপস্থাপকগনও এ অনুষ্টানে শামিল হন।
এসময় অনুষ্টানে এনটিভি ইউরোপের সম্মানিত সিইও সাবরিনা হুসাইন ও এনটিভির সম্মানিত ডিরেক্টর মোস্তফা সারওয়ার আগত অতিথিগনের উদ্দেশ্য নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেণ এবং গত ২০২২ সালের সেরা রিপোর্টার ও সেরা সংবাদ উপস্থাপক,ডিরেক্টরস চয়েস এ্যাওয়ার্ড,স্পেশাল কন্টিবিউশন সহ মোট ৭টি ক্যাটাগড়িতে বিভিন্ন সেক্টরে গুরুত্বপুর্ন অবদান রাখা কর্মকর্তাদের সম্মননা প্রদান করেন। শুধু তাই নয় এদিন এনটিভি ইউরোপের নতুন সংস্করন এনটিভি ইউরোপ এ্যাপ শুভ উদ্ভোধন করেন সিইও সাবরিনা হুসাইন।
তিনি বলেন ইউরোপ এনটিভি ইউরোপ এ্যাপ এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল এ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই্ এ্যাপের মাধ্যমে সবাই এখন যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশের সংবাদ ও এনটিভির অনুষ্টানমালা গুলো নিয়মিত দেখতে পাবেন। এছারাও নিউজের পাশাপাশি দর্শকরা এখন থেকে এনটিভি ইউরোপ অ্যাপের মাধ্যমে বাংলা ছায়াছবি,নাটক,ইসলামিক টক শো সহ সব অনুষ্টান গুলোও যেকোন জায়গা থেকে মোবাইলে দেখতে পারবেন। সাবরিনা হোসাইন আরও জানান, এনটিভি ইউরোপ পুরো ইউরোপের মধ্যে প্রথম কোন বাংলাদেশী টিভি চ্যানেল যারা তাদের নিজস্ব এ্যাপ চালু করলো।

এনটিভি ইউরোপের হেড অফ কমিউনিকেশনস এন্ড কমপ্লইনস, আদনান পাভেল ও জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা সেলিনা হায়দার এর উপস্থানায় এসময় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন এনটিভির হেড অফ সেলস এন্ড মাকেটিং সুহেল আহমেদ ও হেড অফ ব্রডকাস্ট রবিন হায়দার খান।

অনুষ্টানে ২০২২ সালের যুক্তরাজ্যের সেরা প্রতিবেদক হিসেবে মোহাম্মদ মাসুদুজ্জামান, ইউরোপের সেরা সংবাদ প্রতিবেদক হিসেবে আফজাল হোসেন এবং সিলেটের সেরা সংবাদ প্রতিবেদক হিসেবে আব্দুল হাই কে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও সেরা সংবাদ উপস্থাপক হিসেবে সম্মননা লাভ করেন এনটিভি ইউরোপ নিউজের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা সেলিনা হায়দার। পাশাপাশি যুক্তরাজ্যর বাংলা মিডিয়ায় এক দশকেরও বেশী সময় ধরে সার্ভিস দেয়ায় এনটিভি ইউরোপের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা লুতফুর নাহার বেবী কে বিশেষ সম্মননা জানানো হয়।


একই দিনে স্পেশাল কন্টিভিউশন সম্মাননা পান এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল এবং মার্কেটিং সেক্টরে সম্মাননা লাভ করে এনটিভি ইউরোপের ব্যুরো চিফ ফারসু আহমেদ চৌধুরী।
অপরদিকে প্রতিদিনের সিলেট নিউজের জন্য ডিরেক্টর'স চয়েজ সম্মাননা লাভ করেন এমদাদুর রহমান মিলাদ, স্পেশাল কন্ট্রিবিউশান সম্মাননা লাভ করেন যৌথভাবে আশরাফুল ইসলাম ইমরান ও শিপন আহমেদ, নিউজ ডিপার্টমেন্ট'স চয়েজ সম্মাননা লাভ করেন পিন্টু দেবনাথ।

এছাড়াও এনটিভি ইউরোপ নিউজের ডিরেক্টর'স চয়েজ সম্মাননা লাভ করেন সিনিয়র সংবাদ পাঠক স্বপন হক।
এনটিভি ইউরোপের অনুষ্টান মালা ক্যাটাগড়িতে Recognition for 10 year’s plus of contributions to the Brand সম্মাননা লাভ করেন সৈয়দ নিয়াজ আহমেদ, Recognition for 10 year’s of contributions to the legal Show সম্মাননা লাভ করেন জনপ্রিয় শো "আইন ও অধিকার" এর হোস্ট ব্যারিস্টার এম.এ মুয়িদ খান এবং ব্যারিস্টার মোঃ কামরুল হাসান।
ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন । তারা জানান, এ সম্মাননা তাদের আরও ভালো করার অনুপ্রেরনা যোগাবে।

এদিকে সম্মেলনে আসা প্রতিনিধিগন জানান, সকলে একত্রিত হয়ে গঠনমূলক আলোচনা করার ফলে আগামী দিনে আরও ভালো ভালো প্রজেক্ট করতে এ আয়োজন সকলকে অনুপ্রেরনা যোগাবে। সম্মেলনে সাংবাদিকতার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন এনটিভি ইউরোপের জনপ্রিয় উপস্থাপক রিয়াদ আহসান৷

পরে এনটিভি ইউরোপের সম্মানিত সিইও সাবরিনা হুসাইন এবং এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।