স্কটিশ ফাস্ট মিনিস্টার হতে চলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ

অবশেষে স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির নেতা নির্বাচিত হলেন হামজা ইউসেফ। দলের সদস্যদের ভোটের পর দলটির নেতা এবং স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী হিসেবে নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হচ্ছেন হামজা ইউসেফ।
মিস্টার ইউসেফ দলটির নেতৃত্বের প্রতিযোগিতায় প্রতিদ্বন্ধী কেট ফোর্বস এবং অ্যাশ রেগান কে পরাজিত করে দলটির নেতা নির্বাচিত হলেন। এদিকে এ প্রতিযোগীতার ফলে দলটির মধ্যে যে গভীর বিভাজন রয়েছে তা স্পষ্ট হলো। অন্যদিকে ৩৭ বছর বয়সী হামজা প্রথম কোন মুসলিম যিনি যুক্তরাজ্যের একটি বড় দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন।

আগামী কাল মঙ্গলবার প্রথম কোন জাতিগত সংখ্যালঘু নেতা হিসাবে হামজা ক্ষমতা গ্রহন করতে যাচ্ছেন। মিস্টার হামজা ইউসেফ বর্তমানে স্কটল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল যে, তিনিই মিসেস স্টারজনের পছন্দের উত্তরসূরি হতে চলেছেন।
যদিও তিনি স্পষ্টভাবে প্রতিযোগিতায় কোনো প্রার্থীকে সমর্থন করেননি। নেতৃত্বর নির্বাচনটি একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ৭২, হাজার ১৬৯ সদস্যের মধ্যে ৫০ হাজার ৪৯০ জন ব্যালট দিয়েছেন।
এদিকে মিসেস রেগান প্রথম রাউন্ডে বাদ পড়ার পর, মিস্টার ইউসেফ দ্বিতীয় রাউন্ডে মিসেস ফোর্বস এর চেয়ে ৪% শতাংশ ভোট পেয়ে বেশী জয়ী হন। অথাৎ ইউসেফ পেয়ছেণ ৫২ শতাংশ ভোট এবং মিসেস ফোর্বস পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। মিঃ ইউসেফ ২৬,০৩২ ভোট এবং মিসেস ফোর্বস ২৩,৮৯০ ভোট পেয়েছিলেন। স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী হওয়ার আগে মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টে একটি ভোটের মুখোমুখি হবেন হামজা ইউসেফ,যেটিতে তিনি কার্যত জয়ী হবেন ।