লন্ডনে কনসার্ট করতে আসছেন তাহসান খান,টিকিটের মূল্য ১৫ পাউন্ড

লন্ডনে কনসার্ট করতে আসছেন তাহসান খান। জিনা ইভেন্ট ম্যানেজম্যান্ট এর আয়োজনে আগমাী ৩১শে আগস্ট বৃহস্পতিবার ”সামার ফেস্ট“ অনুস্টানে গান করবেন তাহসান খান ও তার ব্যান্ড। লন্ডনের অন্যতম অভিজাত ভ্যানু দি সিটি প্যাভিলয়নে অনুস্টিত হবে এ সামার ফেস্ট। যেখানে থাকবে এক্সিবিশন,ফ্যাশন শো এবং কনসার্ট।
আর পুরো এ আয়োজনটির মিডিয়া পার্টণার হিসেবে থাকছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ। এনটিভি ইউরোপের সম্মানীত সিইও সাবরিনা হোসাইন জানান তাহসান খান ও তার ব্যান্ডের সদস্যরা ভিসা পেয়ে গেছেন এখন শুধু ৩১ শে আগস্টের অপেক্ষা। জমজমাট একটি আয়োজন উপভোগ করবে যুক্তরাজ্যের তাহসান লাভার‘রা। তাহসানের সাথে কনসার্টে আরও গান করবেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী জ্যাক নাইট।

এদিকে আয়োজকরা নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী ও মিউজিক কম্পোসার তাহসান খান এবারই প্রথম লন্ডনে কনসার্ট করতে আসছেন। কনসার্টে অংশ নিতে দ্রুত টিকেট সংগ্রহ করার আহবান জানান তারা।
টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে - ভিআইপি ১০০ পাউন্ড,প্লাটিনাম ৫০ পাউন্ড,গোল্ড ৩০ পাউন্ড এবং সিলভার ১৫ পাউন্ড।
নিচের লিংক থেকে টিকিট সংগ্রহ করা যাবে :
https://www.eventbrite.co.uk/e/summer-fest-london-2023-tickets-665291222957
সামার ফেস্টের এ আয়োজনে লাইভ কনসার্ট, এক্সিবিশনের পাশাপাশি থাকছে আকর্ষনীয় ফ্যাশন শো। প্রদর্শনী করা হবে আকর্ষনীয় সকল ডিজাইনার ড্রেসেস। যেখানে পারফর্ম করবেন অনেক তারকা মডেলরা। আয়োজকরা জানান,বাংলাদেশের কৃষ্টি কালচার ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্ম ও ভিনদেশী কাছে তুলে ধরতেই তাদের এ আয়োজন।
তাহসান ছাড়াও এ আয়োজনে থাকছেন জনপ্রিয় ব্রিটিশ সংঙ্গিত শিল্পী জ্যাক নাইট সহ স্থানীয় শিল্পীরা।
সামার ফেস্ট লন্ডন ২০২৩ এ থাকছে বিভিন্ন স্টলের ব্যবস্থা। যেখানে থাকবে দেশীয় কাপড়,জুয়েলারী ও রকমারী দেশীয় খাবার সহ নানান কিছু। উৎসবমুখর এ দিনটিকে উপভোগ আপনি আসতে পারেন পরিবার পরিজন নিয়ে।