রিমেমব্রেন্স ডে তে বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরন করেছে যুক্তরাজ্য
আজ রিমেমব্রেন্স সানডে তে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ সব যুদ্ধে শহীদ বীরসেনাদের শ্রদ্ধার সাথে স্মরন করেছে যুক্তরাজ্য। আজ সকাল ১১ টায় সারাদেশে দু মিনিট নিরবতা পালন করা হয়। শুধু তাই নয় বিগব্যানে ১১ বার ঘন্টা বাজিয়ে দিনটিতে যুক্তরাজ্যে জুড়ে নিরবতা পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস লন্ডনের সেনোটাফে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের স্মরন করেন।
দ্বিতীয় পুষ্পস্তবকটি রানী ক্যামিলার পক্ষ থেকে অর্পণ করা হয় এবং এর পরে প্রিন্স অফ ওয়েলস, ডিউক অফ এডিনবার্গ এবং প্রিন্সেস অ্যান সহ সকলেই সেনোটাফে তাদের পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও শহীদদের শ্রদ্ধা জানাতে এদিন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, শ্রমিক নেতা স্যার কেয়ার স্টারমার, মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সেবার প্রথম আনুষ্ঠানিক অংশে অংশ নেন।
ফরেন অফিসের বারান্দা থেকে রানী ক্যামিলা,প্রিন্সেস অফ ওয়েলস ও ক্যাথরিন পাশাপাশি দাঁড়িয়ে রিমেমবারেন্স ডের আনুষ্টাকিতা দেখেছিলেন। এদিকে বিশেষ এই দিনটিতে মিলিটারি ইউনিফর্ম পড়া ভেটেরানও যোগ দিয়েছিলেন। যেখানে তাদেরও সম্মান জানাতে দেখা যায় নিহত বীর যুদ্ধাদের।
শুধু তাই নয় রিমেমবারেন্স সানডে তে রয়েল ফ্যামিলি,রাজনীতিবীদ ছাড়াও দেশের সাধারন মানুষও ফুল দিয়ে স্মরন করেছেন জাতির শ্রেষ্ট সন্তানদের।