বরখাস্ত সুয়েলা ব্রাভারম্যান, যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি

লন্ডন পুলিশের সমালোচনা করায় ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভারম্যানকে বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে জেমস ক্লেভারলিকে। লন্ডনে ফিলিস্তিনবিরোধী মিছিল সামলাতে গিয়ে লন্ডন পুলিশ দ্বিচারিতা করছে বলে অভিযোগ এনেছিলেন ব্র্যাভারম্যান।
কয়েকদিন আগে ফিলিস্তিনের সমর্থনে লন্ডনে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। এতে প্রায় তিন লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলেন তারা। আর ঠিক সে সময় ওই মিছিলের উপর হামলার পরিকল্পনা নিয়েছিল উগ্রডানপন্থী দলগুলির একাধিক সদস্য।
এটা আঁচ করে উগ্রডানপন্থীদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে ধৃতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছিল লন্ডন পুলিশ। কিন্তু পুলিশের এই ভূমিকার কড়া নিন্দা জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান।
সেই সঙ্গে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন তিনি। উগ্রডানপন্থী সমর্থকদের গ্রেফতারকে তিনি যে অনুমোদন করছেন না, তা স্পষ্টত বুঝিয়ে দেন। এরপরই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হলো।
তারপর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় জেমস ক্লেভারলিকে, যিনি এতদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর দায়িত্বে ছিলেন। তারপরই প্রশ্ন উঠে তবে কে হচ্ছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। খানিকক্ষণ পর জানা যায়, ক্যামেরনের নাম।
শোনা যাচ্ছে, সুনাকের মন্ত্রিসভায় আরো কিছু রদবদল আসছে।