যুক্তরাজ্যে একই দিনে পুড়লো এক শিল্প অঞ্চল ও পুলিশ স্টেশন

একই দিনে আগুনে পুড়লো লন্ডনের ফরেস্ট গেট পুলিশ স্টেশন ও সাউদহ্যাম্পটনের সেন্ট মেরি স্টেডিয়ামের কাছের শিল্পাঞ্চল । বুধবার বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড রোডের ফরেস্ট গেট এলাকার পুলিশ স্টেশন থেকে প্রচুর ধোয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন লোকজন।খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে ১৭৫জন ফায়ার সার্ভিসকর্মী কাজ করেন।
স্থানীয় ক্রুদের সাহায্য করার জন্য স্ট্র্যাটফোর্ড, লেটনস্টোন এবং অন্যান্য কাছাকাছি স্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো হয়েছিল। ত্রিশটি ফায়ার ইঞ্জিনের সহায়তায় আশ-পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের ছাদ ভেঙ্গে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এই সময় রাস্তায় গাড়ী চলাচল সহ আশপাশের দোকান-পাট বন্ধ করে দেয়া হয়। ঘটনার সময় ওই ভবনে অন্তত ৬০ জন লোক ছিলেন। তাদের সবাইকে বের করে আনা হয়েছে। কোন আহতের ঘটনা ঘটেনি।প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক মনে করছে না পুলিশ।তারা ধারনা করছে তৃতীয় তলায় আগুন লেগেছে।এলাকায় পুলিশি অভিযান স্বাভাবিকভাবে চলতে পারবে জানানো হয়েছে।

একই দিনে সাউদহ্যাম্পটনের সেন্ট মেরি স্টেডিয়ামের কাছে বিশাল অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এটি স্টেডিয়ামের কাছাকাছি শিল্প ইউনিটগুলিতে ছড়িয়ে পরে এবং শহরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিলো।সারা রাতভর কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।কোন হতাহতের ঘটনা ঘটেনি।আগুনের কারনে প্রেস্টনের বিরুদ্ধে সেন্টস চ্যাম্পিয়নশিপ ম্যাচটি বাতিল এবং সামুদ্রিক প্যারেড বন্ধ করা হয়।রেসকিউ সার্ভিস জানিয়েছে, বুধবার গভীর রাতে ক্রুদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের পুরানো গ্রিনহ্যামের বিল্ডিং থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো।