গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনে বিক্ষোভ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেন্ট্রাল লন্ডনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে মিছিল করেছে আজ। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) দ্বারা আয়োজিত এই বিক্ষোভটি হাইড পার্ক কর্নার থেকে নাইন এলমস-এর মার্কিন দূতাবাস পর্যন্ত মার্চ করে। গাজায় ইসরাইলি আগ্রাসনের পর থেকে এটি সেন্ট্রাল লন্ডনে ১০ তম প্যালেস্টাইনপন্থী মিছিল।
বিক্ষোভ মিছিলে জনপ্রিয় গায়িকা শার্লট চার্চকে মিছিলের সামনে দেখা যায়। ওয়েলশের এই গায়িকা জানান, তিনি ফিলিস্তিনিদের সাথে "সংহতি প্রদর্শন করতে" এই মিছিলে যোগ দিয়েছেন। তিনি অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের আহবান জানান।
এছাড়াও মিছিলে ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন, যিনি এখন স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে রয়েছেন। তিনি এক গনমাধ্যমকে বলেন, গাজায় যে বোমা হামলা চলছে তাতে সবাই আতংকিত। তিনি দ্রুত যুদ্ধ বন্ধের আহবান করেন। এদিকে বিক্ষোভ মিছিলটিকে কেন্দ্র করে মেট্রো পলিটন পুলিশের অসংখ্য নিরপত্তাকর্মীরা কাজ করছেন।