স্ত্রী হত্যার দায়ে স্বামী হাবিবুর মাসুম আটক

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে এক নারী কে মারাত্মকভাবে ছুরিকাঘাত করার সন্দেহে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২৭ বছর বয়সী কুলসুমা আক্তারের মৃত্যুর পর মঙ্গলবার ভোরে তার স্বামী হাবিবুর মাসুমকে আটক করা হয়। গোয়েন্দারা বলেছেন,তারা বাকিংহামশায়ারের আইলেসবারিতে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
হামলায় মিসেস আক্তারের মৃত্যুর পর মাসুমের জন্য দেশব্যাপী অভিযানের পর এই গ্রেপ্তার করা হয়। তবে তাদের শিশুটি সুস্থ সবল আছেন। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টেসি অ্যাটকিনসন বলেছেন, "এটি একটি দুঃখজনক ঘটনা যেখানে একজন মা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে তার জীবন হারিয়েছেন" এবং এর পরে আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, "আমরা বুঝতে পারি যে, এটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট পরিমাণে উদ্বেগের কারণ হয়েছে।
এর আগে শনিবার ব্র্যাডফোর্ডের ওয়েস্টগেট এলাকায় এ হামলার শিকার হন মিসেস আক্তার। যদিও তার শিশুর কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। সোমবার এক সংবাদ সম্মেলনে সহকারী চিফ কনস্টেবল ড্যামিয়েন মিলার বলেন, মিসেস আক্তার "একাধিকবার" ছুরিকাঘাতে মারা যান। তিনি বলেন, শিশুটি "ফিট এবং ভালো" আছে।
তিনি বলেন, এই হত্যাকান্ড "শুধু ব্র্যাডফোর্ডে নয় পুরো দেশ জুড়ে একটি বিশাল ধাক্কা ও উদ্বেগের কারন। এদিকে ২৩ বছর বয়সী লোকটিকে কোথায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করে বলা হয়নি। জানা গেছে,কুলসামা আক্তারের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
মাসুম ও কুলসামা দম্পতি দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। হাবিুবুর মাসুম আসেন স্টুডেন্ট ভিসায় আর স্ত্রী শিউলি আসেন মাসুমের ডিপেন্ডেট হিসেবে। তারা ওল্ডহামে বসবাস করতেন।