নির্বাচন উপলক্ষে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রচারনা শুরু

যুক্তরাজ্যের আসন্ন সাধারন নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনা শুরু করেছে সকল রাজনৈতিক দলগুলো। প্রচারনার অংশ হিসেবে লেবার পার্টি আজ লন্ডনে তাদের দলের বেটেল বাস উন্মোচন করেছে। পাশাপাশি নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে যুক্তরাজ্য জুড়ে দলটি সম্পদ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে।
দলটি বলেছে, দেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য এটি চাকরির কেন্দ্রগুলোকে ক্যারিয়ার পরিষেবাগুলোর সাথে একত্রিত করবে এবং যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন তাদের সহায়তা বৃদ্ধি করবে।
অপরদিকে, প্রচারনার অংশ জিসেবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক আজ উত্তর-পূর্ব ইংল্যান্ডে গিয়েছেন। তার দল পুনঃনির্বাচিত হলে যুক্তরাজ্য জুড়ে ৩০টি শহরে ২০ মিলিয়ন পাউন্ড বর প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে এসএনপি নেতা জন সুইনি স্কটল্যান্ডের উল্টর-পূর্বের একটি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্ধিতা করছেন, যেখানে তিনি তার দলের ওয়েস্টমিনস্টার নেতা স্টিফেন ফ্লিনের সাথে প্রচারণা চালাচ্ছেন।
এছাড়াও যুক্তরাজ্যের অন্যতম রাজনৈতিক দল লিবডেমও আজ প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা প্রতি মৌসুমে প্রিমিয়ার লিগের দশটি ফুটবল ম্যাচ বিনামূল্যে টেলিভিশনে দেখানোর জন্য বাধ্য করবে।