যুক্তরাজ্যে তিন শিশু হত্যার ঘটনায় ১৭ বছরের কিশোরের নাম প্রকাশ; ইউকে জুড়ে সহিংসতা মোকাবেলায় পুলিশ ইউনিট গঠন
যুক্তরাজ্যে তিন শিশু হত্যার ঘটনায় ১৭ বছরের কিশোরের আদালতে নাম প্রকাশ ও বিচারের তারিখ ঘোষণা করা হয়েছে। কিশোরের বিরুদ্ধে তিন শিশু হত্যা এবং আরোও দশজনকে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। সন্দেহভাজন ১৭ বছর বয়সী ছেলেটির নাম অ্যাক্সেল রুডাকুবানা। ২৯ জুলাই সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও নাচের কর্মশালায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ৬ থেকে ১০ বছরের শিশুদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছুড়িকাঘাতে ৯ বছর বয়সী অ্যালিস দাসিলভা আগুয়ারা, ৬ বছর বয়সী বেব কিং এবং ৭ বছর বয়সী এলসি ডট স্ট্যানকোম্বেও মারা যান। সন্দেহভাজন অ্যাক্সেল রুডাকুবানার বিরুদ্ধে তিনজনকে হত্যার পাশাপাশি আরও দশজনকে হত্যার চেষ্টা এবং একটি রান্নাঘরে ছুরি রাখার অভিযোগ আনা হয়েছে। আহত শিশুদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। পহেলা আগষ্ট বৃহস্পতিবার লিভারপুলের ক্রাউন কোর্টে, লিভারপুলের রেকর্ডার বিচারক অ্যান্ড্রু মেনারি কেসি, আসামীর বয়স ১৮ বছর হতে আর ৬দিন বাকি থাকায় তার নাম প্রকাশের রায় দেন। বিবাদীকে তার পরিচয় নিশ্চিত করতে বলা হলে সে কথা বলেনি এবং শুনানি এগিয়ে যাওয়ার সাথে সাথে তার ধূসর সোয়েট শার্টটি তার মুখের উপর টেনে নিয়ে যায়।
ছেলেটির বাবা-মা রুয়ান্ডার হলেও কার্ডিফে তার জন্ম বলে জানিয়েছে পুলিশ। বিচারক আগামী বছরের ২০ জানুয়ারি অস্থায়ী বিচারের তারিখ নির্ধারণ করেছেন। মামলাটি হাইকোর্টের কোনও বিচারপতির তত্ত¡াবধানে হওয়ার সম্ভাবনা রয়েছে। রুডাকুবানার আবেদনের শুনানির জন্য ২৫ অক্টোবর আদালতে ফিরে আসার কথা রয়েছে। এদিকে হামলার জের ধরে মঙ্গলবার ওই এলাকায় সহিংস সংঘর্ষ শুরু হয়। যা দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনে একশোজনেরও বেশী লোককে গ্রেপ্তার করা হয়েছিলো।
উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কির স্টারমার সাউথপোর্ট ছুরিকাঘাতের পরে বিশৃঙ্খলার পিছনে “হিংসাত্মক ঠগদের দল” এর নিন্দা করেছেন, একই সাথে তিনি একটি নতুন জাতীয় পুলিশিং প্রতিক্রিয়া ঘোষণা করেছেন। সাউথপোর্ট, সেন্ট্রাল লন্ডন, হার্টলপুল, ম্যানচেস্টার এবং অ্যাল্ডারশটে বিক্ষোভ শুরু হওয়ার পওে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পুলিশ প্রধানদের সাথে দেখা করেন। এদিকে ব্রিটেনের মুসলিম কাউন্সিল শুক্রবার জুমার নামাজের আগে মসজিদগুলোকে “অতিরিক্ত সতর্ক” হতে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহŸান জানিয়েছে।