যুক্তরাজ্যে জিসিএসই ফলাফল প্রকাশ; লন্ডনের শিক্ষার্থীদের এবারও দেশ সেরা গ্রেড
গ্রেট ব্রিটেনে জি সি এস ই‘র ফল প্রকাশিত হয়েছে। এবার সেরাও গ্রেড পেয়েছে লন্ডনের শিক্ষার্থীরা। এ বছর ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের প্রায় লক্ষাধিক পরিক্ষার্থী জি সি এস ই পরীক্ষায় অংশ নিয়েছিলেন । গতবছরের চেয়ে ইংল্যান্ডে গ্রেডিং কিছুটা বেশি এবং প্রাক-মহামারীর চেয়ে বেড়েছে। গত বছর টপ গ্রেড ছিলো ২২ দশমিক ৪ শতাংস। এবার সেটা দশমিক শুন্য দুই শতাংস বেড়েছে। মহামারীর সময় ২০১৯ সালে ৭ বা তার চেয়ে বেশী গ্রেড ছিলো ২১ দশমিক ৯ শতাংশ। লন্ডনে সর্বোচ্চ ২৮ দশমিক শুন্য ৫ শতাংশ শিক্ষার্থী সর্বাধিক ৭ বা তার উপরে গ্রেড পেয়েছে। যা গত বছরের তুলনায় শূন্য দশকি এক পয়েন্টের বেশী।
এই তালিকার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। সেখানে সাত থেকে নয় এর মধ্যে গ্রেড পেয়েছে ২৪ দশমিক শুন্য সাত শতাংশ শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় দশমিক শূন্য ৩ শতাংশ বেশী। উত্তর-পূর্ব লন্ডনে সর্বনি¤œ ১৭ দশমিক শুন্য ৮ শতাংশ শিক্ষার্থী শীর্ষ গ্রেড পেয়েছে। যা ২০২৩ সালের চেয়ে দশমিক শুন্য তিন পয়েন্ট বেশী। পরীক্ষার বোর্ড ও. সি. আর-এর নিয়ন্ত্রক পরিচালক মাইলস ম্যাকগিনলি বলেছেন আঞ্চলিক শিক্ষার বৈষম্য কমাতে এখনও অনেক কিছু করতে হবে।