সংস্কার ছাড়া এনএইচএস‘কে সাহায্য না করার ঘোষণা প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের
সংস্কার ছাড়া এনএইচএসে কোন রকম সাহায্য করবে না যুক্তরাজ্যের নতুন লেবার সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমন ঘোষণা দিয়েছেন। বিবিসি জানায়, প্রধানমন্ত্রী ইংল্যান্ডের এনএইচএস এর অবস্থা সংকটজনক বলে মন্তব্য করলেও এখনই কোন সাহায্য করবেন না। ইতোমধ্যে স্যার কিয়ার স্টারমার স্বাস্থ্য সেবার জন্য ১০ বছরের নতুন একটি পরিকল্পনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নতুন এ পরিকল্পনা আসছে বসন্তে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন এ প্লান এনএইচএস এর ইতিহাসে একটি বৃহৎ সংস্কার হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। লেবার দল সরকার গঠনের পর সার্জন লর্ড ডারজির নেতৃত্বে একটি স্বাধীন কমিটিকে ইংল্যান্ডের এনএইচএস নিয়ে একটি প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়। প্রতিবেদনে উঠে আসে এনএইচএস এর করুণ অবস্থার চিত্র।