চলে গেলেন হ্যারী পটার খ্যাত ব্রিটিশ অভিনেত্রী ডেম ম্যাগি স্মিথ
বিখ্যাত হ্যারি পটার ফিল্ম এবং ডাউনটন অ্যাবে তারকা ডেম ম্যাগি স্মিথ আজ শুক্রবার মৃত্যুবরন করেছেণ আজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান এই ব্রিটিশ অভিনেত্রী। গুনী এই অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিরুধী দলীয় নেতা সহ ব্রিটিশ রাজ পরিবার। হ্যারি পটারের ছবিতে প্রফেসর ম্যাকগনাগেল-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
পাশাপাশি ডাউনটন অ্যাবের জন্য পরিচিতি পান এ অভিনেত্রী। প্রয়াত এ অভিনেত্রীর দুই ছেলেই মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। তাঁরা বিবৃতি দিয়ে লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ডেম ম্যাগি স্মিথ মারা গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পরিবার এবং বন্ধুর সঙ্গেই কাটিয়েছেন।' তাঁরা আরও জানিয়ে বলেছেন, 'যাঁরা মায়ের খবর নিয়েছেন, পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ।' ব্রিটিশ মঞ্চ এবং পর্দা দুই ক্ষেত্রেই দাপিয়ে অভিনয় করেছেন কিংবদন্তি এ অভিনেত্রী।
১৯৭০ সালে দ্য প্রাইম অফ মিস জিন ব্রডি এবং ১৯৭৯ সালে 'ক্যালিফোর্নিয়া সুইট'-এর জন্য পেয়েছিলেন দু-দু'টি অস্কার। আরও চারটি মনোনয়ন ছিল তাঁর নামে। বাফটা পুরস্কারের সংখ্যা আটটি।
প্রসঙ্গত, ঠিক এক বছর আগে ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন হগওয়ার্টসের হেডমাস্টার ‘ডাম্বলডোর’ অভিনেতা মাইকেল গ্যাম্বন। ঠিক তার আগের বছর অক্টোবর মাসে মারা যান হ্যারি পটারের ‘হ্যাগরিড’ তথা অভিনেতা রবি কোলট্র্যান। আর এবার প্রফেসর 'ম্যাকগনাগেল' ডেম ম্যাগি স্মিথ।