ইউক্রেন কে যতদিন প্রয়োজন ততদিন সমর্থন করবে যুক্তরাজ্য ও ফ্রান্স
ইউক্রেনে "রাশিয়ার আগ্রাসনকে ব্যর্থ করতে "যতদিন প্রয়োজন ততদিন সমর্থন করবে ফ্রান্স এবং যুক্তরাজ্য । এমনটাই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। আর্মিস্টিস কমেমোরশনে অংশগ্রহণ করতে সোমবার প্যারিসে আসেন স্যার কিয়ার স্টারমার।
এসময় এক বৈঠকে অবৈধ অভিবাসন বন্ধ এবং রাশিয়ার আগ্রাসন নিয়ে ফরাসি কতৃপক্ষের সাথে কথা বলেন তিনি। এছাড়াও এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা "ইউক্রেনকে অটলভাবে সমর্থন করার" প্রতিশ্রুতি পুনরব্যক্ত করেছেন।
অন্যদিকে আর্মিস্টিস ডের অনুষ্টানে প্রথম বিশ্বযুদ্ধ ও পরবর্তী বিভিন্ন সংঘাতে নিহত যোদ্ধাদের প্রতি সম্মান জানান ম্যাক্রন ও স্টারমার। সে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরাসি ও ব্রিটিশ প্রবীণ যোদ্ধারা। স্টারমার বলেছেন, প্রথম বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পাশে থাকার সুযোগ পেয়ে আমি সম্মানিত।
জীবন দানকারী বীরদের জন্যই আজ আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছি। তিনি আরও বলেছেন, লাখ লাখ তরুণ যোদ্ধা, নাবিক ও বিমানচালকের স্মৃতিকে জীবিত রাখার জন্য এরকম আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি ও ইউরোপে মিত্রশক্তির জয়ের ৮০তম বার্ষিকী উদ্যাপনের জন্য এক কোটি ৩০ লাখ মার্কিন ডলার বরাদ্দের ঘোষণার পরেই প্যারিস সফরে গিয়েছেন স্টারমার।
স্টারমার বলেছেন, আগামী বছর ‘ভিক্টোরি ইন ইউরোপ’ ও ‘ভিক্টোরি ওভার জাপান’ এর ৮০তম বার্ষিকীর স্মরণে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবে সরকার। এর মাধ্যমে আমাদের জাতীয় ঐক্য ও শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অঙ্গীকার পূরণ করব।