জিসিএসই এবং এ-লেভেলের পরিবর্তে শিক্ষকদের আনুমানিক গ্রেড ব্যবহার করা হবে: উইলিয়ামসন

ইংল্যান্ডে বাতিল হওয়া জিসিএসই এবং এ-লেভেলের পরিবর্তে শিক্ষকদের আনুমানিক গ্রেড ব্যবহার করা হবে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, অ্যালগরিদম পদ্ধতির বদলে শিক্ষকদের আনুমানিক গে্েরডর উপর আস্থা রাখা যায়। প্রাথমিক ভাবে তিনি নিশ্চিত করেছেন ,এই বছর কোন ৬ স্যাট পরীক্ষা হবে না।
মি: উইলিয়ামসন অভিভাবকদের প্রতিশ্রুতি দিয়ে বলেন , স্কুলগুলোতে প্রতিদিন তিন থেকে পাঁচ ঘন্টার উচ্চ মানের অনলাইন শিক্ষা প্রদান করা বাধ্যতামূলক হবে।
কিন্তু লেবার পার্টির ছায়ামন্ত্রী কেট গ্রীন মি. উইলিয়ামসনের বিরুদ্ধে "বিশৃঙ্খলা এবং বিভ্রান্তির" অভিযোগ এনে বলেন , এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পেশাদার এবং দক্ষ লোক তৈরিতে আমরা ব্যর্থ হবো।