ব্যবসা পুনর্গঠন ও ঋন গ্রহনে করতে বাধ্য হচ্ছে "ক্যাফে নিরো "

করনো মহামারীর প্রকোপ এবং দ্বিতীয় লকডাউনের কারনে "ক্যাফে নিরো "যুক্তরাজ্যে তাদের ব্যবসা পুনর্গঠন করতে ঋন গ্রহনে বাধ্য হচ্ছে।
এ কোম্পানীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী গেরি ফোর্ড বলেছেন "আতিথেয়তা খাতের অনেক ব্যবসায়ের মতো , মহামারীর কারনে আমাদের ব্যবসাও ব্যাপক লোকসানের সম্মুখীন।তিনি আরো বলেন, যদিও আমরা প্রথম লকডাউনের আর্থিক চ্যালেঞ্জগুলো অনেকটা সামাল দিতে সক্ষম হয়েছিলাম কিন্তু দ্বিতীয় লকডাউনের কারনে আমাদের ঋনগ্রহন সহ আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
যুক্তরাজ্যে এই চেইন কোম্পানীতে প্রায় ৬০০০ কর্মী নিযুক্ত রয়েছে ।সংস্থাটি যুক্তরাজ্যে ৮০০ টি দোকান এবং বিদেশে আরও ২০০ টি সাইট জুড়ে ব্যবসা করে থাকে।