শীতে করোনায় মৃত্যুর হার দ্বিগুণ হতে পারে : বরিস জনসন

যুক্তরাজ্যে শীতে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর হার দ্বিগুণ হতে পারে এবং তা মহামারী প্রথম ঢেউ থেকে খারাপ পরিস্থিতি হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
আজ হাউজ অব কমন্সে এক বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে পরিকল্পিত চার সপ্তাহের লকডাউন দেওয়া ছাড়া আর কোন বিকল্প ছিল না। তিনি আরো বলেন,লকডাউন দেওয়ার পূর্বে আমি সম্ভাব্য সব ধরনের বিকল্প চেষ্টা করেছি। তবে লেবার পার্টি লকডাউন বিলম্বের বিষয়ে বেশ সমালোচনা করেছে।
এদিকে মিঃ জনসন শনিবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন যে কঠোর পদক্ষেপের মধ্যে ক্লাব , রেস্তোঁরা, জিম এবং উপাসনার স্থান অন্তর্ভুক্ত থাকবে।
অন্যদিকে আবাসন মন্ত্রী রবার্ট জেনেরিক নিশ্চিত করেছেন , নিষেধাজ্ঞা চলার সময় রিমুভাল ফার্ম , এস্টেট এজেন্ট এবং ব্যবসায়ীরা তাদের কাজ চালিয়ে যেতে পারবে তবে কোভিড-১৯ সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে হবে।
চ্যান্সেলর ঋষি সুনাক বিবিসি রেডিও টুডের এক প্রোগ্রামে বলেছেন , যুক্তরাজ্য ফার্লুও স্কিম প্রকল্পটি ৩১ অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল কিন্তু এই কঠিন সময়ে ব্যবসা স্বাভাবিক রাখতে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।