আগামীকাল অক্সফোর্ডের টিকা অনুমোদন দিতে পারে যুক্তরাজ্য

আগামীকাল সোমবার যুক্তরাজ্যে অনুমোদন পেতে পারে অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কার করা করোনা ভাইরাসের টিকা। এ সংবাদ যুক্তরাজ্যের জন্য একটি নতুন যুগের সূচনা বলে আখ্যায়িত করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক।
এতে আরো বলা হয়েছে, এর ফলে ফেব্রুয়ারির শেষে করোনা ভাইরাসের কঠোর বিধিনিষেধ থেকে মুক্ত হতে পারে যুক্তরাজ্য।
অনুমোদনের কয়েক দিনের মধ্যেই অক্সফোর্ডের টিকা ‘গেম চেঞ্জিং’ হবে বলে অভিহিত করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক।
টিকা বিষয়ক মন্ত্রী নাদিম জাহাবি বলেছেন, এই টিকা সোমবার অনুমোদন দেয়া হতে পারে।
ঋষি সুনাক আরো বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে এই বিস্ময়কর টিকা যুক্তরাজ্যের জন্য একটি নতুন যুগের আশা জাগিয়ে তুলেছে।
বৃটিশ বিজ্ঞানী এবং জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) বিভাগের সৃষ্টিশীল কাজের প্রশংসা করে বলেন, আগামী বছর হবে বিশ্বে যুক্তরাজ্যের জন্য নতুন একটি যুগের অধ্যায়।