আগামী শুক্রবার থেকে জাতীয় লকডাউনে যাচ্ছে ওয়েলস

করোনা সংক্রমন ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে আগামী শুক্রবার থেকে ৯ই নভেম্বর পর্যন্ত জাতীয় লকডাউনে যাচ্ছে ওয়েলস । আজ সোমবার ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেকফোর্ড এই ঘোষণা দেন। এই লকডাউনের নাম দেয়া হয়েছে ‘ফায়ারব্রেক‘।
এর ফলে পাব, রেস্তোঁরা সহ অপরিহার্য নয় এমন দোকানপাট বন্ধ রাখার জন্য ঘোষনা দিয়েছে দেশটির প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী বাড়ির মধ্যে বা বাহিরে কারো সাথে দেখা বা স্বাক্ষাত করা যাবে না। লেইজার ও কমিউনিটি সেন্টার, লাইব্রেরি এবং রিসাইকেলিং সেন্টারগুলোও বন্ধ রাখা হবে। জানাযা এবং বিবাহ অনুষ্ঠান ব্যতিত ধর্মীয় উপাসনালয় বন্ধ রাখতে বলা হয়েছে।
অন্যদিকে লকডাউনের ফলে ব্যবসায়ীদের সহায়তার জন্য ওয়েলস সরকার ৩০০ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা করেছে।
এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছে ওয়েলসে গত এক সপ্তাহে প্রতি এক লাখে ১৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৪,১২৭ জন করোনা আক্রান্ত হয়েছে।