ইংল্যান্ডের লকডাউন পরিবর্তনগুলো সীমাবদ্ধ হবে,৩৮৩ জনের মৃত্যু আজ
বৈশ্বিক মহামারী আকার ধারন করা মরণঘাতী করোনা ভাইরাসে ইংল্যান্ডের হাসাপাতাল গুলোতে আজ বৃহস্পতিবার নতুন করে ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। এনএইচএস ইংল্যান্ডের তথ্য মতে, সব মিলিয়ে যুক্তরাচ্যে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে । এদিকে আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডের লকডাউন পরিবর্তনগুলো "খুব সীমাবদ্ধ" হবে বলে নিশ্চিত করেছে বরিস জনসনের মুখপাত্র নিশ্চিত করেছেন।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, গত সাত সপ্তাহ ধরে কার্যকর হওয়া কিছু কঠোর নিয়ম কানুন যেমন সামাজিক দূরত্বের মত নিয়ম গুলো সহজ করার প্রধানমন্ত্রী "সর্বোচ্চ সতর্কতা" ব্যবহার করবেন। আজ "বৃহস্পতিবার সাংবাদিকদের মুখপাত্র আরও জানান, আমরা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এক জটিল মুহুর্তে আছি এবং আমরা এমন কিছু করব না যা ব্রিটিশ জনগণের ঝুঁকি বাড়াবে। এদিকে মিস্টার জনসন চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে প্রকাশ করেছিলেন যে, তিনি সোমবার থেকে লকডাউন ব্যবস্থায় কিছুটা পরির্বতন আনতে চান।
অণ্যদিকে স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেছেন ঘরের থাকার আইনটি আরও তিন সপ্তাহের জন্য বাড়নো হবে এবং কোনও তাড়াতাড়ি পরিবর্তণ করা খুব ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য শেষ খবর পর্যন্ত যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার এবং আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে।