ইইউর সাথে বাণিজ্য চুক্তির মূল বিষয়গুলো ব্যাপারে এখনও আলোচনার দ্বার উন্ম্ক্ত :মাইকেল গভ

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ইইউর সাথে বাণিজ্য চুক্তির মূল বিষয়গুলো ব্যাপারে এখনও আলোচনার দ্বার উন্ম্ক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ক্যাবিনেট মিনিষ্টার মাইকেল গোভ।
তিনি বিবিসিকে বলেন, ইইউকে অবশ্যই আলোচনায় গতি বাড়াতে হবে এবং ইউকে চুক্তির শর্তাদির ব্যাপারে আরো ভাল অফার করতে হবে। তবে ইইউর পক্ষ থেকে বলা হয়েছে ,ইইউ বাণিজ্য আলোচনা তীব্র করতে প্রস্তত , কিন্ত যে কোন মূল্যে য্ক্তুরাজ্যের সাথে একটি চুক্তি করতে প্রস্তুত নয়।
এদিকে গত শুক্রবার ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে ,ইইউর সাথে বাণিজ্য আলোচনা সমাপ্ত হয়েছে এবং যুক্তরাজ্য আগামী পহেলা জানুয়ারী কোন চুক্তি ছাড়া ইইউ ছাড়তে প্রস্তুত হচ্ছে।