উইঘুর মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চার চীনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/23/uighur-262575.jpg?itok=jUd_W9rs×tamp=1616439351)
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চার চীনা কর্মকর্তার উপর যুক্তরাজ্য প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
এছাড়া জিনজিয়াং প্রোডাকশন অ্যান্ড কনস্ট্রাকশন কর্পস পাবলিক সিকিউরিটি ব্যুরোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব আজ এ ঘোষনা নে । এ সময় মিঃ রাব বলেন , জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের সাথে যা ঘটছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোন জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর উপর সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন ।
তিনি আরো বলেছেন " স্যাটেলাইট চিত্র, ব্রিটিশ কূটনীতিকদের ওই সকল অঞ্চলে পরিদর্শন এবং হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নও এই চার চীনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ।