এন এইচ এস কর্মীদের এক শতাংশ বেতন বৃদ্ধি ঘোষনা প্রত্যাখ্যান, ধর্মঘটের প্রস্ততি
ইংল্যান্ডের ন্যাশনাল হেল্থ সার্ভিস বা এন এইচ এস -কর্মীদের জন্য প্রস্তাবিত এক শতাংশ বেতন বৃদ্ধি ঘোষনাকে প্রত্যাক্ষান করে সম্ভাব্য ধর্মঘটের প্রস্ততি নিচ্ছে একটি নার্স ইউনিয়ন। এজন্য এ সংগঠনটি প্রায় ৩৫ মিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠন করেছে।
এ বিষয়ে রয়েল কলেজ অফ নার্সিং –আরসিএন বলছে, প্রস্তাবিত এক শতাংশ বেতন বৃদ্ধি ঘোষনাকে "অত্যন্ত নগন্য" এবং তাদের দাবি প্রতিটি এন এইচ এস সস্যদের বেতন ১২.৫ শতাংশ বৃদ্ধি করা উচিত।
এ বিষয়ে লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার নার্স এমিলি হান্টিংফোর্ড বলেন, তিনি এক শতাংশ বেতন বৃদ্ধির কথা শুনে "পুরোপুরি মর্মাহত" হয়েছেন।
এদিকে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার, সরকারের ১ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশের নিন্দা জানিয়েছেন। এ সময় তিনি বলেন , সামনের সারিতে কাজ করা এন এইচ এস এর কর্মীদের জন্য এটি অপমানজনক । তাদের সঠিকভাবে স্বীকৃতি এবং যথাযথভাবে পুরস্কৃত করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।