করোনায় আক্রান্ত হয়ে ব্রিটিশ পার্লামেন্টে যাওয়ায় এমপি মার্গারেটকে বহিষ্কার করলো স্কটিশ দল

স্কটল্যান্ডের এসএনপি সংসদীয় দলের এমপি মার্গারেট ফেরিয়ার করনাভাইরাস নিয়ম লঙ্ঘন করায় ,হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন । করোনায় আক্রান্ত হয়েও ব্রিটিশ পার্লামেন্টে যাওয়ায় এমপি মার্গারেটকে বহিষ্কার করলো স্কটিশ দল ।
মার্গারেট ফেরিয়ার গত সোমবার করোনা লক্ষন নিয়ে স্কটল্যান্ড থেকে লন্ডনে যাত্রা করেছিলেন এবং সংসদে ভাষণ দিয়েছিলেন এবং পরে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন । এ সম্পর্কে স্যার লিন্ডসে স্কাই নিউজকে বলেন , মিসেস ফেরিয়ার এর কার্যকর্ম সংসদে সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুতর লঙ্ঘন।
এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার এবং এসএনপির নেতা নিকোলা স্টারজন এক টুইট বার্তায় করে বলেন, মিসেস ফেরিয়ার এমন কর্মের কারনে এমপি পদ থেকে পদত্যাগ করা উচিত। তিনি আরো বলেন যদিও তার কোনও সাংসদকে পদত্যাগ করতে বাধ্য করার ক্ষমতা নেই ।
এর আগে এসএনপির ওয়েস্টমিনস্টার নেতা আয়ান ব্ল্যাকফোর্ড বলেছিলেন যে মিসেস ফেরিয়ারের আচরণের কারণে তিনি খুবই আশ্চর্যিত হয়েছেন এবং তার কর্মের জন্য দায়িত্ব থেকে সরে আসা সত্যই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন ।