করোনায় ৮০ জনের প্রানহানি ,আক্রান্ত ১৮ হাজার ৮০৪

যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে ১৮,৮০৪ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে প্রায় ২০০০ জন বেশি। গতকাল রবিবার ছিলো ১৬,৯৮২ জন, শনিবার ছিলো ১৬,১৭১ জন।আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪১ হাজার ২১২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৮০ জনের। গতকাল রবিবার ছিলো ৬৭ জন, শনিবার ছিলো ১৫০ জন, শুক্রবার ছিলো ১৩৬ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৭২৬ জন।
এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য ১ ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরে একটি নতুন করোনা পরীক্ষা ব্যবস্থা চালু করার ব্যাপারে অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন পরিবহন সেক্রেটারি গ্রান্ট শ্যাপস।
তিনি বলেন, এতে যুক্তরাজ্যে আগত যাএীদের কোয়ারেন্টিনের সময় হ্রাস পাবে। গ্রান্ট শ্যাপস বলেন, এই পরিকল্পনাটি তখনি বাস্তবায়ন করা সম্ভব যখনি পর্যাপ্ত পরিমান টেস্ট করার সক্ষমতা থাকবে।