করোনা: ইংল্যান্ডে সংক্রমণের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে চলছে !

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস এর তথ্য অনুসারে ইংল্যান্ডে প্রতি ৮৫ জনের মধ্যে একজন করোনাভাইরাসের আক্রাক্ত হচ্ছে ।
পরিসংখ্যানে দেখা গেছে ১৮ ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৫০,০০০ হাজার মানুষ করোনায় আক্রাক্ত হয়েছে , যেখানে আগের সপ্তাহে ছিল ৫ লক্ষ ৭০,০০০ হাজার ।
ওয়েলসে , প্রতি ৬০ জনের মধ্যে একজনকে করোনায় আক্রান্ত হচ্ছে । এছাড়াও উত্তর আয়ারল্যান্ডেও সংক্রমণের মাত্রা বেড়ে চলছে।
ওএনএস আরো জানিয়েছে জানিয়েছে, স্কটল্যান্ডে করোনা সংক্রমনের হার অনেকটা কমে এসেছে , সেখানে প্রতি ১৪০ জনের মধ্যে একজন আক্রান্ত হচ্ছে।
ওএনএস-এর পরিসংখ্যান অনুযায়ী আরো জানা যায়, রাজধানী ইংল্যান্ডের পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে করোনা সংক্রমনের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন ধরনের ভাইরাস বিপজ্জনক হারে ছড়িয়ে পড়ছে।
অন্যদিকে নতুন ভ্যারিয়েন্ট এর করোনা নিয়ন্ত্রনের জন্য ২৬ ডিসেম্বর থেকে ইংল্যান্ডে আরও ছয় মিলিয়ন লোকের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানা গেছে যেখানে ৪০ শতাংশ মানুষ চতুর্থ স্তরের নিষেধাজ্ঞার অধীনে বসবাস করবে।
গত দুই সপ্তাহে ইংল্যান্ডে ৫২১,৫৯৪ জনকে করোনা টিকা দেয়া হয়েছে , এর মধ্যে ৭০ শতাংশ টিকা ৮০ বছর বা তার বেশী বয়সী ব্যক্তিদের প্রয়োগ করা হয়েছে বলে জানা যায় ।