করোনা বিধিনিষেধ শিথিলের সাথে সামঞ্জস্য রেখে নাগরিকদের জন্য বাজেট ঘোষনা করা হবে: ঋষি সুনাক

যুক্তরাজ্যে করোনা বিধি নিষেধ শিথিলের সাথে সামঞ্জস্য রেখে নাগরিকদের সহায়তা করার জন্য বাজেট ঘোষনা করতে যাচ্ছেন দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক।
আজ বিবিসির এন্ড্রু মার শোতে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি করোনার কারনে সৃষ্ট অর্থনীতি ধাক্কা সামলাতে জনগনকে সাথে নিয়ে কাজ করেতে চান তিনি।
এছাড়া তিনি বলেন, সাধারণ মানুষের জন্য "কর" কমাতে চান এবং জনগণের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান।
লেবারের ছায়া চ্যান্সেলর অ্যানেলিস ডডস মি: সুনাককে উদ্দেশ্য করে বলেন , চ্যান্সেলর উচিৎ "রাজনীতির উপর মনোযোগ"না দিয়ে অর্থনীতির উপর মনোযোগ ওেয়া।
মি: সুনাক বুধবার এমন সময় বাজেট পেশ করতে যাচ্ছেন যখন জাতীয় ঋণ ১৯৬৩ সালের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।