করোনা: যাত্রী কমে যাওয়ায় হিথ্রো বিমানবন্দর প্রায় ২ বিলিয়ন পাউন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে

করোনাভাইরাস মহামারীর সময় বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা ধাকায় হিথ্রো বিমানবন্দর গত বছর প্রায় ২ বিলিয়ন পাউন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে।
হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে,করোনার কারনে যাত্রীর সংখ্যা ব্যাপক হ্রাস পেয়েছে যা ১৯৭০ এ রকম দেখা গিয়েছিল। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ,প্রতিষ্ঠানটির ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন ছিলো ২০২০ সাল। যাত্রীর সংখ্যা অব্যাহতভাবে কমতির দিকে থাকলে বিমানবন্দরটি চালিয়ে নেওয়া সম্ভব নাও হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে প্রতিষ্টানটির শীর্ষ স্থানীয় কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ২০২৩ সাল পর্যন্ত বিমানবন্দটি চালানো জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে।
হিথ্রোতে সাধারণত বছরে প্রায় ৮০ মিলিয়ন যাত্রী চলাচল করে সেখানে ২০২০ সালে এ সংখ্যা ২২ মিলিয়নে নেমে এসেছে।
উল্লেখ্য,চলতি বছর জানুয়ারী মাসে যুক্তরাজ্য সরকার বিমানবন্দরের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে, যার মধ্যে ছিল প্রতি আবেদনকারীকে ব্যবসার নির্দিষ্ট খরচ মোকাবেলা করার জন্য ৮ মিলিয়ন পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা।