করোনা সংক্রমন এড়াতে উত্তর আয়ারল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষনা

করোনা সংক্রমন এড়াতে আগামী সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং শুক্রবার সন্ধ্যা থেকে পাব , রেস্তোঁরা গুলোতে নতুন বিধিনিষেধ, আরোপ করা হবে , আজ এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আর্লিন ফস্টার।
বিবাহ, নাগরিক অনুষ্ঠান এবং শেষকৃত্যের জন্য নতুন বিধিনিষেধের আওতায় ২৫ জনে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী পিটার উইয়ার বলেন , আগামী সোমবার থেকে ২ নভেম্বর পর্যন্ত দুই সপ্তাহের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে ব্যবসায়িকদের আর্থিক প্রনোদনার ব্যপারে বৃহস্পতিবার সরকারের কার্যনির্বাহী বৈঠকে নতুন প্যাকেজ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বুধবার এনআই'র স্বাস্থ্য অধিদফতরে তথ্য অনুযায়ী উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১২১৭ জন করোনা আক্রান্ত হয়েছে এবং চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।