কোভিড-১৯ পাসপোর্ট ব্যবহারের বিরুদ্ধে সরব যুক্তরাজ্যের ৭০ জনেরও বেশী সংসদ সদস্য

যুক্তরাজ্যে চাকরি বা সেবা পাওয়ার জন্য প্রমাণ হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিন পাসপোর্ট চাওয়া "বিপজ্জনক এবং বৈষম্যমূলক আচরন হবে বলে মনে করছেণ দেশটির ভ্যাকসিন পাসর্পোট বিরোধীরা।
আজ প্রায় ৭০ জনেরও বেশী সংসদ সদস্য কোভিড-১৯ পাসপোর্ট ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন। এ সময় সাবেক লেবার নেতা জেরেমি করবিন এবং সিনিয়র টরি ইয়ান ডানকান স্মিথও কোভিড-১৯ পাসপোর্ট বিরোধিতার করেছেন।
অন্যদিকে কনজারর্ভেটিভ পার্টির সংসদ সদস্য অ্যান্ড্রু ব্রিজেন বিবিসিকে বলেন, এটা বিভেদমূলক আচরন হবে,কারন অনেককে চিকিৎসাজনিত পার্শপ্রতিক্রিয়ার কারণে টিকা বা ভ্যাকসিন নাও গ্রহন করতে পারে ,এতে করে নাগরিক স্বাধীনতার লঙ্ঘন করা হবে বলে তিনি মত প্রকাশ করেন।
তবে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন , কোভিড বা করোনা পাসপোর্ট নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু কোভিড পাসপোর্ট ইংল্যান্ডের অর্থনীতি পুনরায় সচল করতে সাহায্য করবে কিনা তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী সোমবার যুক্তরাজ্যের কোভিড পরিস্থিতি সম্পর্কে একটি সংবাদ সম্মেলনের প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে ।
এদিকে গতকাল বৃহস্পতিবারের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী ৩১ মিলিয়নেরও বেশি মানুষ করোনার ভ্যাকসিন এর প্রথম ডোজ পেয়েছেন এবং ৪৫ লক্ষেরও বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন বলে জানা যায়।