গ্রেটার ম্যানচেস্টারে কোভিড বিধিনিষেধের সর্বোচ্চ স্তরে প্রয়োগের ঘোষনা

গ্রেটার ম্যানচেস্টারে কোভিড বিধিনিষেধের সর্বোচ্চ স্তরে প্রয়োগ করা হবে। আজ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্য সময়ে বিকাল ৫ টায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন।
বৃহত্তর ম্যানচেস্টারের প্রায় ২.৮ মিলিয়ন জনসংখ্যাকে দ্বিতীয় স্তরের থেকে সর্বোচ্চ স্তরের বিধিনিষেধে নিয়ে যাওয়ার বিষয়ে সরকার এবং স্থানীয় নেতাদের মধ্যে ১০ দিন আলোচনার পর মতানৈক্য না হওয়ায় পর প্রধানমন্ত্রী এই ঘোষনা দেন। সর্বোচ্চ স্তরের লকডাউনের মধ্যে পাব এবং খাবারের দোকান সহ বারগুলো বন্ধ থাকবে এবং বাড়িতে মেলামেশার ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধ থাকবে বলে জানা যায়।
অন্যদিকে লেবার লিডার স্যার কায়ার স্টারমার বলেছেন, সরকারের এমন সিদ্ধান্ত ব্যর্থতারই বহিপ্রকাশ ঘটেছে।এ আগে কেবল সর্বোচ্চ স্তরের বিধিনিষেধ ল্যাঙ্কাশায়ার এবং লিভারপুল সিটি অঞ্চলে প্রয়োগ করা হয়েিেছল ।