গ্রেড মূল্যায়নের জন্য হতে পারে মিনি এক্সটার্নাল পরীক্ষা: শিক্ষামন্ত্রী

গেল সপ্তাহে যুক্তরাজ্যে আনুষ্ঠানিক ভাবে পরীক্ষা বাতিল হওয়ার পর ইংল্যান্ডে এ-লেভেল, এএস এবং জিসিএসই পরীক্ষা প্রাপ্য গ্রেড মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের মিনি এক্সটার্নাল পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন।
পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লেখা এক চিঠিতে মি: উইলিয়ামসন বলেছেন,এই পদ্ধতি ব্যবহারের ফলে শিক্ষকদের প্রাপ্য গ্রেড নির্ধারণ করতে সহায়তা করবে।
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অফ স্কুল এন্ড কলেজ এর প্রধান জিওফ বার্টন বলেছেন , পরীক্ষা বাতিল হওয়ার পর জিসিএসই এবং এ-লেভেল মূল্যায়নের জন্য এটি সঠিক মাপকাঠি নির্ধারণ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
কিন্তু শিক্ষার্থীদের প্রাপ্য গ্রেড নির্ধারণ এর ক্ষেত্রে নিরপেক্ষতা কতোটা নিশ্চিত করতে পারে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। উল্লেখ্য, গত বছর পরীক্ষার ফলাফল প্রকাশ এর জন্য অ্যালগরিদম পদ্ধতি ব্যবহারের ফলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। তারই ফলশ্রুতিতে এবার পরীক্ষা প্রাপ্য গ্রেড মূল্যায়নের জন্য এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।