জারা মোহাম্মদকে বৈরী প্রশ্নবাণে জর্জরিত করায় সমালোচনার মুখে বিবিসি

বিবিসি রেডিও -ফোর এর 'উইমেন আওয়ার' নামক এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিলের প্রধান জারা মোহাম্মদকে বৈরী প্রশ্নবাণে জর্জরিত করায় ব্যাপক তোপের মুখে পড়েছে বিবিসি।
৪ঠা ফেব্রুয়ারি প্রচারিত এই বিতর্কিত সাক্ষাৎকারটি নিয়ে সমালোচনা করেছেন টরি এমপি পীর সাঈদা ওয়ারসি, লেবার সংসদ সদস্য ডায়ান অ্যাবোট, নাজ শাহ এবং কৌতুকাভিনেতা ডেবোরা ফ্রান্সেস-হোয়াইট।তারা বলেন, ইয়াসমিন আব্দেল-মাজিদ এবং মরিয়ম খান সাক্ষাৎকারের সেট করা প্রশ্নগুলো ইসলাম এবং মুসলিম নারীদের সম্পর্কে ক্ষতিকর এবং কুসংস্কারমূলক একটি বিতর্কিত দৃষ্টিভঙ্গির উপস্থাপনা করা হয়েছে।
এদিকে সংবা মাধ্যম দ্যা গার্ডিয়ান সাক্ষাৎকারটিকে আশ্চর্যজনকভাবে এবং শত্রুতামূলক এজেন্ডা হিসেবে উল্লেখ করেছেন।পত্রিকাটি আব্দেল-মাজিদকে উদ্ধৃত করে বলে, মিডিয়া সংস্থাগুলো বিশেষ করে বিবিসি ব্রিটেন এবং ব্রিটিশ জনগণের প্রতিনিধিত্ব করে তাই এ ধরনের বিতর্কিত সাক্ষাৎকার মোটেই কাম্য নয় বলে উল্লেখ করেন।