ডেটা প্রাইভেসি লঙ্ঘনের দায়ে মেরিয়ট হোটেল চেইনকে ১৮.৪ মিলিয়ন পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যের ডেটা প্রাইভেসি লঙ্ঘনের দায়ে মেরিয়ট হোটেল চেইনকে ১৮.৪ মিলিয়ন পাউন্ড জরিমনা করা হয়েছে । যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও) বলেছে , সংস্থাটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখতে ব্যর্থ হয়েছে ।
আইসিও আরো বলছে, এক সাইবার হামলার পর ৩৩৯ মিলিয়ন অতিথির ব্যক্তিগত তথ্য হস্তগত হতে পারে । এতে অতিদের নাম , যোগাযোগের তথ্য এবং পাসর্পোটের তথ্য চুরি হয়েছে। স্টারউড হোটেল গ্রুপ ২০১৪ সালে প্রথম সাইবার হামলার শিকার হয় এবং এর দুই বছর পর মেরিয়ট সেই কোম্পানীটি অধিগ্রহণ করে। এরপর ২০১৮ সমস্যাটি আবারো ধরা পড়ে তখন কোম্পানিটি কোন ব্যবস্থা গ্রহন করেনি।
আইসিও বলছে , এই কারনে কোম্পানিটি ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নীতি লঙ্ঘন করেছে ।