ব্রিটেনের যারা ভ্যাকসিনের সম্পূর্নডোজ গ্রহন করেছেন তারা কোয়ারেন্টাইন এড়ানোর সুযোগ পাবেন
ব্রিটেনের যে সকল নাগরিক ভ্যাকসিনের সম্পূর্নডোজ গ্রহন করেছেন তারা দেশের বাহিরে ছুটি কাটিয়ে ফিরে আসার পর কোয়ারেন্টাইন এড়ানোর সুযোগ পেতে পারেন।
দ্যা ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, সরকারের গ্লোবাল ট্রাভেল ট্রাস্কর্ফোসের পরিকল্পনা অনুযায়ী, যারা ভ্যাকসিনের উভয় ডোজ গ্রনহ করেছেন তারা কম ঝুঁকিপূর্ণ এবং মাঝারি ঝুঁকিপূণদেশ পরিদর্শনের পরেও করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে এবং ফিরে আসার পর ১০ দিনের কোয়ারান্টাইন এড়ানোর সুযোগ দেওয়া হতে পারে। তবে লাল তালিকাভুক্ত দেশ থেকে ফেরার পর অবশ্যই কোয়ারেন্টিনের নিয়ম অপরিবর্তিত থাকছে।
জানা গেছে, ব্রিটেনের ফরেন ট্রাভেল পৃথিবীর বিভিন্ন দেশের সংক্রমনের মাএার উপর ভিত্তি করে ট্রাফিক লাইট সিস্টেমের আওতায় আনা হবে।
ঝুঁকি অনুযায়ী, রেড,অ্যাম্বর,বা গ্রিন রঙে চিহ্নিত করা হবে। অন্যদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ব্রিটেনে প্রবেশের ঝুঁকি বিবেচনায় অনির্দিষ্ট কালের জন্য হলিডে বুকিং নিষিদ্ধ করা হয়েছে।