ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তির বিষয়ে ইউকে এবং ইইউর মধ্যে আলোচনা সমাপ্ত

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তির বিষয়ে ইউকে এবং ইইউর মধ্যে আলোচনা সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে টেন ডাউনিং স্ট্রীট। ডাউনিং স্ট্রীট বলছে, আগামী সপ্তাহে ইইউ অংশীদারিত্বের লিগ্যাল টেক্সট নিয়ে আলোচনায় অংশগ্রহন না করলে , এই আলোচনা চালিয়ে যাওয়ার কোন অর্থ বহন করে না।
এদিকে ইইউ নেতারা বলছেন, তারা আলোচনা "তীব্র" করতে ইচ্ছুক । তবে সংস্থাটি " যে কোন মূল্যে" যুক্তরাজ্যের সাথে একটি চুক্তি করবে না। ই
উরোপীয় ইউনিয়নের প্রধান আলোচক মিশেল বার্নিয়ার আগামী সপ্তাহে আলোচনার জন্য লন্ডনে আসার কথা রয়েছে । তবে ডাউনিং স্ট্রিট বলছে, ইইউ এর অবস্থান পরিবর্তন না করলে তার এই আলোচনায় অংশগ্রহন অর্থহীন হবে।