ব্রেক্সিট প্রত্যাহার চুক্তি সংশোধনের জন্য যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত বিল প্রত্যাখ্যানের আহ্বান সাবেক আরও তিন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও স্যার জন মেজরের পর এবার ব্রেক্সিট প্রত্যাহার চুক্তি সংশোধনের লক্ষ্যে বরিস জনসনের প্রস্তাবিত বিল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন আরও তিন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, থেরেসা মে ও গর্ডন ব্রাউন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার হাউস অব কমন্সে ইন্টারনাল মার্কেট বিল নামের এই বিলটি বিতর্কের জন্য উত্থাপন করা হবে। এই বিলটি ২০২০ সালের শুরুতে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যকার প্রত্যাহার চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। বিলটি আইনে পরিণত হলে ব্রিটিশ মন্ত্রীদের ক্ষমতা থাকবে ব্রিটেন ও নর্দার্ন আয়ারল্যান্ডে পণ্য পরিবহণ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের।
ইইউ ও যুক্তরাজ্য যদি বাণিজ্যিক চুক্তিতে সমঝোতায় পৌঁছাতে না পারে তাহলে ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করা সর্বশেষ উপায় হওয়া উচিত। থেরেসা মে ও গর্ডন ব্রাউনও জনসনের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্যের অবশ্যই দেশের "অর্থনৈতিক ও রাজনৈতিক অখন্ডতা" রক্ষার জন্য ব্রেক্সিট চুক্তির শর্ত সংশোধনের অধিকার সংরক্ষণ করে।