মাদ্রিদ প্রদেশের গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত ইসাবেল দিয়াজ আইয়ুসু, মাস মাদ্রিদের চমক।
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/07/screenshot_20210506-152430_video_player.jpg?itok=WFXU67iC×tamp=1620334794)
স্পেন সরকারারে প্রধান বিরুধী দল পেপে (পপুলার পার্টি) সমর্থিত ইসাবেল ৪৪.৭৩ শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, তারা মাদ্রিদ প্রদেশের ১৩৬ টি আসনের মোধ্যে ৬৫ টি আসনে জয় লাভ করেন, ডানপন্থী এ দলটির টানা বিজয়ে করুনা বিধিনিষেধ উপেক্ষা করে উল্লাসে মেতে উঠতে দেখা গেছে মাদ্রিদ বাসীকে। বিজয়ী দল পপুলার পার্টি মোট ভোট পেয়েছে ১৬,২০,২১৩ টি।
এদিগে নতুন দল হিসেবে চমক দেখিয়েছে 'মাস মাদ্রিদ' মনিকা গার্সিয়া রয়েছেন দ্বিতীয় অবস্থানে, তার দল ২৪ টি আসনে জয়লাভ করার পাশাপাশি ভোট পেয়েছেন ৬,১৪,৬৬০ টি যা মোট ভোটের ১৬.৯৭ শতাংশ। এ দলটি অভিবাসী বান্দব হওয়ায় অনেক বাংলাদেশী বংশদূত স্প্যানিশ এবং বিভিন্ন দেশের অভিবাসী রা দলটির নির্বাচনী প্রচারনায় জোরালো ভাবে ভুমিকা রেখেছেন।
তৃতীয় অবস্থানে রয়েছেন সরকারী দল 'পেসয়' এর প্রার্থী আংখেল গাবিলন্দো, তারা ২৪ টি আসনে জয়লাভ করলেও ভোট পেয়েছেন ৬,১০,১৯০ টি বা ১৬.৮৫ শতাংশ।
বরাবরের মতোই ভাল অবস্থানে রয়েছে কট্টর ডানপন্থী দল 'ভক্স' তারা ১৩ টি আসনে জয়লাভ করার পাশাপাশি ভোট পেয়েছে ৩,৩০,৬৬৩ টি যা মোট ভোটের ৯.১৩ শতাংশ। তাদের প্রার্থী রছিও মনাস্তেরিও রয়েছেন চতুর্থ অবস্থানে।
বর্তমান কোলিশন সরকারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করে আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট পদে নির্বাচন করা পাবলো ইগ্লেসিয়া পেয়েছেন ১০ টি আসন তার দল উনিদাস পদেমোস ভোট পেয়েছে ২,৬১,০১০ টি বা ৭.২১ শতাংশ। তিনি রাজনৈতিক অংগনে ব্যাপক আলোচিত এবং অভিবাসী বান্দব হওয়ায় তার প্রতিও সমর্থন রয়েছিল অনেক স্পেন প্রবাসী বাংলাদেশীর।
গত ৪ মে স্পেনের কেন্দ্রীয় সরকারের অধিনে অনুষ্টিত মাদ্রিদের প্রাদেশিক নির্বাচনে মোট ৩৬,৪৪,৫৭৭ জন ভোটারের মোধ্যে ৭৬.২৫ শতাংশ ভোট সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৮ ঘঠিকা পর্যন্ত গ্রহন করা হয়। এ নির্বাচনে বিরুধী দলের বিজয়ী প্রার্থী দিয়াজ আইয়ুসু কে ইতিমধ্যে ই স্বাগত জানিয়েছে সরকারী দল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ, ইসাবেল সকল কে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যে বলেন আমরা জনগনের জন্য কাজ করেছি যার প্রতিটি দিনের হিসাব আঞ্চলিক পার্লামেন্টে রেকর্ড রয়েছে, মাদ্রিদবাসী তার জবাব দিয়েছে নিরঙ্কুশ বিজয় প্রদানের মাধ্যমে।
বাংলাদেশ এসোসিয়েশন স্পেন এবং বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন পৃথক পৃথক বার্তায় কমুনিদাদ মাদ্রিদের পুনঃ নির্বাচিত প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসুকে অভিনন্দন জানিয়েছেন।